আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে হাটহাজারীতে প্রার্থী হিসেবে যাদের নাম শোনা যাচ্ছে একজন ছাড়া তাদের সকলেই আওয়ামী ঘরানার। চেয়ারম্যান পদে সম্ভাব্য ১৩ প্রার্থীর মধ্যে একজন মাত্র জাতীয় পার্টির। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের রেশ না কাটতে আরও একটি নির্বাচন সামনে রেখে স্থানীয় ভোটারদের মধ্যে এ নিয়ে বেশ উৎসাহ পরিলক্ষিত হচ্ছে।
উপজেলা পরিষদ নির্বাচনে এবার দলীয় প্রতীক না থাকায় নির্বাচনে যেকোনো ব্যক্তি প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ পাচ্ছেন। সম্ভাব্য প্রার্থীরা সামাজিক নানা অনুষ্ঠানে যোগ দিয়ে নির্বাচনে নিজেদের প্রার্থী হওয়ার বিষয়ে জনমত যাচাই করছেন। নিজেদের অনুসারী দলীয় লোকজনের সঙ্গে করছেন আলাপ আলোচনা।
সম্ভাব্য প্রার্থীদের মধ্যে বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম রাশেদুল আলমের নাম শোনা যাচ্ছে বেশ জোরেসোরেই। তিনি দেশের বাইরে থাকায় প্রার্থীতার বিষয়ে সরাসরি তার বক্তব্য নেয়া সম্ভব নাহলেও তার ঘনিষ্ঠজনেরা জানিয়েছেন এবারও নির্বাচনে তিনি প্রার্থী হবেন।
এছাড়া নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হতে সম্ভাব্য আরও যেসব প্রার্থীর নাম শোনা যাচ্ছে তাদের মধ্যে রয়েছেন– উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সাবেক বোর্ড সদস্য ইউনুস গনি চৌধুরী; জেলা আওয়ামী লীগের সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক, উত্তর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি, পরিবহন মালিক সমিতির নেতা মঞ্জুরুল আলম চৌধুরী; উত্তর জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য জসিম উদ্দিন; উত্তর জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক নূর খান; উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য, কেন্দ্রীয় যুব লীগের সাবেক ত্রাণ বিষয়ক সম্পাদক শহীদ বীর মুক্তিযোদ্ধা সন্তান মোহাম্মদ সেলিম উদ্দীন; চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল পরিচালনা পরিষদের সভাপতি এস এম মোরশেদ হোসাইন; হাটহাজারী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি সোহরাব হোসেন চৌধুরী নোমান; উত্তর জেলা শ্রমিক লীগের সভাপতি, ১১ নম্বর ফতেপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ শামীম; উত্তর জেলা যুবলীগের সহ–সভাপতি মো. শাহিদুল আলম; ২ নম্বর ধলই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান সমিতির সাধারণ সম্পাদক আবুল মনসুর; ২ নম্বর ধলই ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান সমিতির সাবেক সভাপতি মো. আলমগীর জামান এবং উপজেলা জাতীয় পার্টির সভাপতি মোহাম্মদ আলমগীর।
জানতে চাইলে উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মো. সালাউদ্দিন খোরশেদ চৌধুরী বলেন, জাতীয় পার্টি পূর্বের চেয়ে এখন অনেক বেশি শক্তিশালী। আমরা প্রত্যেক ইউনিয়ন এবং পৌরসভার কমিটির গঠন করার প্রক্রিয়া শুরু করেছি। উপজেলা নির্বাচনে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী বিজয়ী হওয়ার আশাবাদ ব্যক্ত করেন তিনি।
হাটহাজারী উপজেলা পরিষদ নির্বাচন বিষয়ে জানতে চাইলে উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ও চট্টগ্রাম জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এম এ সালাম দৈনিক আজাদীকে বলেন, এবার উপজেলা পরিষদ নির্বাচন দলীয় প্রতীকে হবে না। এক্ষেত্রে কোনো প্রার্থীর পক্ষে দল কাজ করবে কিনা এমন প্রশ্নে তিনি বলেন, এখানো কেন্দ্র থেকে কোনো সিদ্ধান্ত আসেনি। তফসিল ঘোষণার পর সিদ্ধান্ত আসলে সেই অনুসারে দল কাজ করবে।