আওয়ামী লীগের রাজনীতি : গণভোট চায় ছাত্র অধিকার পরিষদ

| বৃহস্পতিবার , ২১ নভেম্বর, ২০২৪ at ১০:৩৫ পূর্বাহ্ণ

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে এ দেশের জনগণ আর দেখতে চায় কি না তা যাচাইয়ে সরকারপ্রধানকে গণভোট আয়োজনের পরামর্শ দিয়েছেন ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা। তিনি বলেছেন, প্রধান উপদেষ্টা যদি মনে করেনআওয়ামী লীগকে এদেশের জনগণ ফেরত চায়, তাহলে তাদের নিয়ে গণভোটের আয়োজন করুন। এবং তার সাথে আরেকটি বিষয় যোগ করুনযারা তাদের চায়, তাদেরকেও আগামী নির্বাচনে সাধারণ মানুষ চায় কি না। গতকাল বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ফ্যাসিবাদ বিরোধী ছাত্র জনতার ব্যানারে ‘ফ্যাসিবাদের কফিন মিছিলপূর্ব সমাবেশে তিনি এ মন্তব্য করেন। খবর বিডিনিউজের।

সমাবেশে ছাত্র অধিকার পরিষদের সভাপতি বলেন, আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে ‘পুরনো জঞ্জাল’ বর্ণনা করে। এখন জঞ্জাল বিদায় করে দিয়ে যখন রাষ্ট্র গঠনের সুযোগ এসেছে, তখন আওয়ামী লীগ ও তাদের দোসর জাতীয় পার্টির প্রতি রাজনৈতিক দলগুলো হাত বাড়িয়ে দিয়েছে। তারা তাদেরকে নিয়ে নির্বাচন করতে চায়।

বিভিন্ন দূতাবাস ও রাজনৈতিক দলের বিরোধিতার কারণে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারছে না বলে মনে করেন বিন ইয়ামিন মোল্লা। তিনি বলেন, আসিফ মাহমুদ ও নাহিদ ইসলামকে আমরা ব্যর্থ হতে দেব না। আপনারা গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে কাজ করুন।

পূর্ববর্তী নিবন্ধজিয়া-মামুনদের প্রতিবেদন দিতে ১ মাস সময়
পরবর্তী নিবন্ধকাপ্তাইয়ে সেনাবাহিনীর চিকিৎসা সেবা প্রদান