আওয়ামী লীগের বিচার ও প্রয়োজনীয় সংস্কার করে নির্বাচন দিতে হবে

সন্দ্বীপে কর্মীসভায় মাওলানা শাহজাহান

সন্দ্বীপ প্রতিনিধি | রবিবার , ১৩ এপ্রিল, ২০২৫ at ১০:৫২ পূর্বাহ্ণ

বাংলাদেশ জামায়াতে ইসলামী সন্দ্বীপ উপজেলা শাখার উদ্যোগে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয় উপজেলা পরিষদ চত্বরে। গতকাল শনিবার কর্মী সমাবেশে সভাপতিত্ব করেন সন্দ্বীপ উপজেলা আমীর মাওলানা সিরাজুল ইসলাম ফিরোজ। সন্দ্বীপ উপজেলা সেক্রেটারি মাওলানা আবু তাহের চেয়ারম্যানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান। প্রধান বক্তা ছিলেন, মহানগরী আমীর ও সাবেক এমপি শাহজাহান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন, চট্টগ্রাম অঞ্চল টিম সদস্য অধ্যাপক নুরুল আমিন চৌধুরী, উত্তর জেলা আমীর আলাউদ্দিন সিকদার, উত্তর জেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল জব্বার, সহকারী সেক্রেটারি অধ্যাপক ফজলুল করিম, চবি ছাত্র শিবির সভাপতি মোহাম্মদ ইব্রাহিম, মহানগর দক্ষিণ সভাপতি ইব্রাহিম রনি, উত্তর জেলা সভাপতি শওকত আলী, ইউসুফ বিন বক্কর, আব্দুল কুদ্দুছ, জসিমুদ্দীন আজাদ, মাওলানা মুহিউদ্দীন, জামায়াতে ইসলামী সন্দ্বীপ উপজেলার নায়েবে আমীর এ এম এম রফিকুল মাওলা, সহকারী সেক্রেটারি এ এস এম হালিম উল্যাহ। বক্তব্য দেন, মোহাম্মদ শাহেদ খান, মাওলানা শাহাদাত হোসাইন, মোহাম্মদ মাকছুদুর রহমান, মাওলানা সবুর খান, মোহাম্মদ আব্দুল কাদের, মোহাম্মদ ইকবাল হোসাইন, ফরিদ উদ্দিন নিজামী, ইলিয়াছ হায়দার, গোলাম মাওলা শিমুল, মাহবুল মাওলা রিপন, ছাত্রশিবির সন্দ্বীপ উপজেলা সভাপতি মোহাম্মদ জিয়াউল হাসান প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহাজাহান বলেন বলেন, ৫৩ বছরে দেশের মানুষ অনেক সরকারের শাসন দেখেছে। এখন দেখতে বাকী জামায়াতের শাসন। নতুন বাংলাদেশ গড়তে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে জামায়াত সহযোগিতা করতে চায় উল্লেখ করে তিনি বলেন, অনেকে আছে এখনই নির্বাচন দিয়ে ক্ষমতায় বসতে চায়। কিন্তু আমরা বলেছি, যেসব জায়গায় বিগত পনের বছরের জঞ্জাল রয়েছে সেগুলো আগে পরিষ্কার করে, আওয়ামী লীগের বিচার ও প্রয়োজনীয় সংস্কার করে তারপর নির্বাচন দিতে হবে। দেশবাসী আর ২০১৪, ২০১৮ আর ২০২৪ এর মতো কোন নির্বাচন দেখতে চায়না। বিগত তিনটি নির্বাচনে আ’লীগ, ছাত্রলীগ, যুবলীগ, পুলিশলীগ মানুষকে ভোট দিতে দেয়নি। আর কোনদিন তেমন নির্বাচন এদেশের মানুষ দেখতে চায়না। দেশবাসী চায় একটি পরিচ্ছন্ন, স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন।

প্রধান বক্তার বক্তব্যে সাবেক এমপি শাহাজাহান চৌধুরী বলেন, যাদের জীবনের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি। আমরা আর অতীতে ফিরে যেতে চাই না। বাংলাদেশকে একটি সুখী, সমৃদ্ধশালী, উন্নয়নমূলক, ন্যায় ইনসাফ এবং কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে আমাদের সামনের দিকে অগ্রসর হতে হবে।

পূর্ববর্তী নিবন্ধপহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে দক্ষিণ জেলা বিএনপির প্রস্তুতি সভা
পরবর্তী নিবন্ধআরো ২৮ জন গ্রেপ্তার