ছাত্র–জনতার আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে ফ্যাসিবাদী দল উল্লেখ করে দলটিকে এর বর্তমান রূপে দেশে কোনো ধরনের মিছিল–সমাবেশ বা প্রতিবাদ করার অনুমতি দেওয়া হবে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। গতকাল শনিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি এ কথা বলেন। খবর বাসসের। তিনি বলেন, বর্তমান আওয়ামী লীগ একটি ফ্যাসিবাদী দল। এই ফ্যাসিবাদী দলকে বাংলাদেশে কোনো ধরনের রাজনৈতিক তৎপরতা চালানোর অনুমতি দেওয়া হবে না। গণহত্যাকারী ও স্বৈরশাসক শেখ হাসিনার নির্দেশে যারা সমাবেশ, জমায়েত বা মিছিল করার চেষ্টা করবে, আইন প্রয়োগকারী সংস্থা তাদের কঠোরভাবে মোকাবিলা করবে। অন্তর্বর্তী সরকার দেশে কোনো ধরনের সহিংসতা বা আইন–শৃঙ্খলা ভঙ্গের চেষ্টা বরদাশত করবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।
ফেসবুক পোস্টে তার বক্তব্যের বিষয়ে প্রেস সচিব বলেন, এত বড় গণহত্যা চালানোর পরও দলটির মধ্যে কোনো ধরনের অনুশোচনা নেই। এই গণহত্যাকারী দলটি রাজনৈতিক কর্মসূচির নামে কোনো বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে আইন–শৃঙ্খলা বাহিনী পূর্ণ শক্তি দিয়ে তাদের মোকাবিলা করবে।