আওয়ামী ফ্যাসিবাদের মূল ধারার নেতারা ধরাছোঁয়ার বাইরে

কোতোয়ালী থানার রুকন সম্মেলনে নজরুল ইসলাম

| বৃহস্পতিবার , ২৩ জানুয়ারি, ২০২৫ at ৬:৫৯ পূর্বাহ্ণ

চুনোপুটিহাইব্রিড নেতাদের কেউ কেউ ধরা পড়লেও আওয়ামী ফ্যাসিবাদের মূল ধারার নেতারা ধরাছোঁয়ার বাইরে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামী মহানগরীর নায়েবে আমীর নজরুল ইসলাম।

গত মঙ্গলবার বাংলাদেশ ইসলামিক একাডেমি মিলনায়তনে কোতোয়ালী থানার রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। রুকনদের উদ্দেশে তিনি বলেন, রুকনরাই সংগঠনের মূল শক্তি এবং বাইয়াতের কর্মী। তাই তারা যেমন মর্যাদাবান, সর্বোপরি তাদের দায়িত্বও অনেক বেশি। তাই জামায়াতের শপথের কর্মীদের নিজেদের মধ্যে নেতৃত্বের গুণাবলি সৃষ্টিতে আত্মনিয়োগ করতে হবে।

বাংলাদেশ জামায়াতে ইসলামী কোতোয়ালী থানা আমীর আমির হোছাইনের সভাপতিত্বে ও থানা সেক্রেটারি মোস্তাক আহমদের সঞ্চালনায় সম্মেলনে বক্তব্য রাখেন কোতোয়ালী থানার নায়েবে আমীর অধ্যাপক আবদুজ জাহের ও আহমদ রশীদ আমু, থানা এসিস্ট্যান্ট সেক্রেটারি আ ন ম জোবায়ের, দারসুল কুরআন পেশ করেন থানা কর্মপরিষদ সদস্য মাওলানা মুহাম্মদ ফেরদৌস, থানা কর্মপরিষদ সদস্য নুরুল কবির, এইচ এম এমদাদ উল্লাহ, নাজিম উদ্দীন ও অ্যাডভোকেট এহতেশামুল হক, ৩৫ নম্বর বঙিহাট ওয়ার্ড আমীর সাইয়্যেদ মুহাম্মদ আলী, ৩১ নম্বর আলকরণ ওয়ার্ড আমীর আজগর হাসান, ২০ নম্বর দেওয়ান বাজার ওয়ার্ড আমীর অ্যাডভোকেট আনোয়ার সাদাত, ২১ নম্বর জামালখান ওয়ার্ড আমীর একরামুল হক, ২২ নম্বর এনায়েত বাজার ওয়ার্ড আমীর ডা. মুহাম্মদ ইলিয়াছ, ৩২ নম্বর আন্দরকিল্লা ওয়ার্ড আমীর ওসমান গণি, ৩৪ নম্বর পাথরঘাটা ওয়ার্ড আমীর নুরুল আমিন, ফিরিঙ্গী বাজার ওয়ার্ড নায়েবে আমীর মুহাম্মদ আলী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবিদ্যুতের দাম পর্যালোচনায় কমিটি
পরবর্তী নিবন্ধকুয়েতে মানবপাচার ও জালিয়াতির অভিযোগে ৩ বাংলাদেশি গ্রেপ্তার