জামায়াতে ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ শাহজাহান বলেছেন, গত ১৭ বছর আওয়ামী দুঃশাসন আমলে বৈষম্যের চূড়ান্ত রূপ দেখেছে দেশবাসী। এমন কোন দপ্তর নেই যেখানে তারা দুর্নীতি–বৈষম্য করেনি। দল বিবেচনায় মেধাবীরা তাদের কাছে মূল্য পায়নি। দেশের উন্নয়নের চেয়ে পকেটের উন্নয়ন বেশি করেছে আওয়ামী লীগের নেতারা।
গত মঙ্গলবার কক্সবাজার শহর জামায়াত আয়োজিত ‘বৈষম্যহীন সমাজ গঠনে মহানবী (সা.) ইসলামের শিক্ষা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কক্সবাজার পাবলিক হলে অনুষ্ঠিত সেমিনারে মুহাম্মদ শাহজাহান বলেন, ছাত্রজনতার আন্দোলনে গণঅভ্যুত্থান পরবর্তী নানামুখী ষড়যন্ত্র করে যাচ্ছে ফ্যাসিবাদী আওয়ামী লীগ। আমরা প্রয়োজনে আবার জীবন দেবো। শহর জামায়াতের আমীর আব্দুল্লাহ আল ফারুকের সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন চবি ফিন্যান্স বিভাগের অধ্যাপক ড. হাসমত আলী। প্যানেল আলোচক ছিলেন, চবি ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মমতাজ উদ্দিন কাদেরী, মাওলানা শফিউল হক জিহাদী, কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মুহাম্মদ হামিদুর রহমান। শহর জামায়াতের সেক্রেটারি রিয়াজ মোহাম্মদ শাকিলের সঞ্চালনায় সেমিনারে বিশেষ অতিথি ছিলেন, জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারী, নায়েবে আমীর মুফতি মাওলানা মো. হাবিবুল্লাহ, সেক্রেটারি অ্যাডভোকেট ফরিদ উদ্দিন ফারুকী, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যাপক আবু তাহের চৌধুরী, জাহেদুল ইসলাম, সাংগঠনিক সেক্রেটারি শামসুল আলম বাহাদুর, অ্যাডভোকেট জাফর উল্লাহ ইসলামাবাদী, কফিল উদ্দিন চৌধুরী, শহিদুল আলম বাহাদুর, দরবেশ আলী মো. আরমান, সরওয়ার কামাল, আলী হুসাইন, মুসা ইবনে হুসাইন বিপ্লব।