আউলিয়া কেরামের দেখানো পথই আলোকিত পথ

মাহফিলে বক্তারা

| মঙ্গলবার , ১ ডিসেম্বর, ২০২০ at ১০:৩৫ পূর্বাহ্ণ

বোয়ালখালীর শাহ মাবুদিয়া দরবার
বোয়ালখালীর খিতাপচর শাহ মাবুদিয়া দরবারে পবিত্র ফাতেহা-এ ইয়াজদাহুম উপলক্ষে আজিমুশশান নূরানী মিলাদ মাহফিল গত ২৮ নভেম্বর অনুষ্ঠিত হয়।
শায়ের রুহুল আমিনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামায়াত বোয়ালখালীর সভাপতি অধ্যক্ষ আব্দুর রহীম আলকাদেরী। বিশেষ অতিথি ছিলেন শাহ মাবুদিয়া দরবারের শাহাজাদা আব্দুল করিম আলকাদেরী, খিতাপচর আজিজিয়া মাবুদিয়া সিনিয়ার মাদ্রাসার উপাধক্ষ্য ফরিদ উদ্দীন আলকাদেরী, মোদ্দারেস মাহবুবুল আলম আলকাদেরী, আল্লামা আব্দুল কুদ্দুস আলকাদেরী, ফয়জুল্লাহ রেজবী। উপস্থিত ছিলেন হাফেজ তৌহিদুল আলম, হাফেজ আব্দুল আহাদ সায়মন, শায়ের সেহাব উদ্দীন প্রমুখ।

চাক্তাই নতুন ব্রিজ হামিদ খান মসজিদ
চাক্তাই নতুন ব্রীজ সংলগ্ন হামিদ খান জামে মসজিদে পবিত্র জশনে ঈদে মিলাদুন্নবী (সা:) ও ফাতেহা ইয়াজ দাহুম উপলক্ষে আজিমুশান মিলাদ মাহফিল ২৮ নভেম্বর হামিদ খান জামে মসজিদ মাহফিল কমিটির সভাপতি আজম খান রাশেদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ছৈয়দ হাছান আল আজহারী। বিষেশ অতিথি ছিলেন মোহাম্মদ ইউসুফ খান, হাজী নবাব খান, মোহাম্মদ আবুল কাশেম। বক্তব্য রাখেন মোহাম্মদ মুছা খান সাহেদ, পেয়ার আহাম্মদ, ইলিয়াছ হোসেন, মোজাম্মেল হক সুমন, বেলাল হোছাইন, ছৈয়দ হোছাইন, মোহাম্মদ নোমান, মোজাম্মেল হোসেন, শাহেদুল ইসলাম, শাহাদাত হোসেন টিপু, মোহাম্মদ সেলিম, মোহাম্মদ ফারুক, মোহাম্মদ হানিফ, নুর নবী, নুর ইসলাম, মোহাম্মদ আজিজ, মাহবুবুল আলম, নুরুর হক প্রমুখ।

বাকলিয়া থানা হোটেল শ্রমিক দল
বায়তুশ শরফ মজলিসুল ওলামা হযরত মাওলানা মামুনুর রশীদ নূরী বলেছেন, মুহাম্মদ (সা:) এর আদর্শ ছিল শ্রেষ্ঠ আদর্শ। তার আদর্শে উজ্জীবিত হতে পারলে প্রতিটি মুমিন সফলকাম হবে। তিনি আরো বলেন, মুহাম্মদ (স:) শ্রমজীবী মানুষকে বেশী ভালবাসতেন। কোরআন ও হাদিসের আলোকে জীবন গঠন করতে পারলে ইহকালীন কল্যাণ ও পরকালীন শান্তি নিশ্চিত হবে।
গতকাল চট্টগ্রাম হোটেল এন্ড রেস্টুরেন্ট শ্রমিক দল বাকলিয়া থানা কর্তৃক আয়োজিত মাহফিলে প্রধান বক্তার বক্তব্যে তিনি একথা বলেন। চাক্তাই নতুন ব্রিজ সংলগ্ন উকিল কলোনী মাঠে চট্টগ্রাম হোটেল এন্ড রেস্টুরেন্ট শ্রমিক দল বাকলিয়া থানার সভাপতি মো. আবুল কালামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক একরামুল হক একরামের পরিচালনায় মাহফিলে বিশেষ অতিথি ছিলেন হামিদ খান জামে মসজিদের খতিব মাওলানা সেলিম উদ্দিন আল কাদেরী।

পূর্ববর্তী নিবন্ধটেরীবাজার ব্যবসায়ী সমিতির মাস্ক বিতরণ
পরবর্তী নিবন্ধ‘বঙ্গবন্ধুর ভাস্কর্যের বিরুদ্ধে ষড়যন্ত্র রুখে দিতে হবে’