গাউসিয়া কমিটি পটিয়াা পৌরসভা ৬নং ওয়ার্ড শাখার উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (স.) মাহফিল গত শুক্রবার অনুষ্ঠিত হয়। মাহফিল উদ্বোধন করেন পৌরসভা মেয়র মোহাম্মদ আইয়ুব বাবুল। প্রধান অতিথি ছিলেন আনজুমানে রহমানিয়া ট্রাস্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মুহাম্মদ মহসিন। প্রধান বক্তা ছিলেন গাউসিয়া কমিটি কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব অ্যাড. মোছাহেব উদ্দিন বখতিয়ার। ৬নং ওয়ার্ড গাউসিয়া কমিটির সভাপতি ইকবাল হোসেন রুবেলের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন মুজিবুল ইসলাম মীরু, নুরুল ইসলাম আলকাদেরী, কাউন্সিলর শফিউল আলম, কাউন্সিল গোফরান রানা প্রমুখ।
মেয়র মোহাম্মদ আইয়ুব বাবুল বলেন, বিশ্ব নবী হয়রত মুহাম্মদ (স.) ও আউলিয়া কেরামের আদর্শ অনুসরণ করে জীবন গঠনের জন্য সকলের প্রতি আহবান জানান।