আউলিয়া কেরামের আদর্শ অনুসরণ করে শান্তির সমাজ বিনির্মাণ করা সম্ভব

সুন্নি কনফারেন্স বক্তারা

| সোমবার , ১১ জানুয়ারি, ২০২১ at ৭:৩০ পূর্বাহ্ণ

ইসলামী ছাত্রসেনা ১২নং চিকনদন্ডী ও ১নং দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ড এবং পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উদযাপন কমিটির যৌথ উদ্যোগে ফতেয়াবাদ আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয় ময়দানে সমাপনী দিবসের আলোচনা সভা সৈয়দ মো. মফজল আলমের সভাপতিত্বে ও ইমদাদুল ইসলামের পরিচালনায় গতকাল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ইসলামি ফ্রন্ট মহাসচিব অধ্যক্ষ মুহাম্মদ জয়নুল আবেদীন জুবাইর। তিনি বলেন, ইসলাম শান্তির ধর্ম।
উপমহাদেশে ইসলাম ধর্ম প্রচারে আউলিয়ায়ে কেরামের ভূমিকা অপরিসীম, আউলিয়ায়ে কেরামেরদের আদর্শ অনুসরণ করে শান্তির সমাজ বিনির্মাণ করা সম্ভব। আলোচনায় অংশগ্রহণ করেন মুহাম্মদ বদরুজ্জামান রিয়াদ, জসিম উদ্দিন আল্‌ কাদেরী, ওয়াহেদ মুরাদ। উদ্বোধক ছিলেন মুফতি মুহাম্মদ রফিকুল ইসলাম নেজামী। মোনাজাত পরিচালনা করেন আলহাজ্ব ছালেহ আহমদ আনসারী। বক্তব্য রাখেন সৈয়দ মুহাম্মদ রফিকুল ইসলাম, সৈয়দ মাহমুদ রেজা, সৈয়দ মুহাম্মদ ইসমাইল, মুহাম্মদ ইদ্রিস তাহেরি, সৈয়দ মুহাম্মদ আলী আকবর, মুহাম্মদ এরশাদ, মো. আনোয়ারুল আলম, আলি ফারুক চৌধুরী, মোহাম্মদ মুসা কোম্পানি, এম জসিম উদ্দিন, মো. রফিকুল ইসলাম, মাসুদ করিম চৌধুরী, আহম্মেদ রেজা, মো. শওকত আলী, আবু নাজেম, কাজী আসাদুজ্জামান, ইঞ্জিনিয়ার রাশেদুল ইসলাম রাসেল, হাসান ফিরোজ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধইন্দোনেশিয়ায় বিধ্বস্ত বিমানের ‘ধ্বংসাবশেষ’ উদ্ধার
পরবর্তী নিবন্ধস্বাস্থ্যসেবার সার্বিক মানোন্নয়নে চট্টগ্রামের ভূমিকা প্রশংসনীয়