আওলিয়া কেরামের পথ অনুসরণ করলে যুবসমাজ মুক্তি পেতে পারে। মানব জীবনের অন্যতম মহৎগুণ হচ্ছে রাসুল (সা:) এর প্রতি ভালোবাসা। সমাজে বিদ্যমান হিংসা-বিদ্বেষ থেকে মুক্তি পেতে রাসুল (দ.) ও আউলিয়া কেরামের জীবনাদর্শ অনুশীলন অপরিহার্য। সম্প্রতি নগরীর অক্সিজেনস্থ আল-আমিন হাশেমী দরবার শরীফে আল্লামা কাযী মুহাম্মদ আহছানুজ্জামান হাশেমী (রহ.) এর ৫৩তম এবং ওস্তাজুল ওলামা, ফকীহে বাঙ্গাল মুফতি কাযী মুহাম্মদ আমিনুল ইসলাম হাশেমী (রহ.) এর ১৬তম ৩ দিনব্যাপী ওরস শরীফের সমাপনী দিবসে বক্তারা এসব কথা বলেন।
এতে সভাপতিত্ব করেন আল্লামা কাযী মুহাম্মদ ছাদেকুর রহমান হাশেমী (মু.জি.আ.)। প্রধান আলোচক ছিলেন আল্লামা মুহাম্মদ সাখাওয়াত হোসেইন বারকাতী।
বক্তব্য রাখেন আল্লামা কাযী মুহাম্মদ মঈনুদ্দিন আশরাফী, আল্লামা শফিউল আলম নেজামী, আল্লামা নুর মোহাম্মদ আলকাদেরী, আল্লামা সৈয়দ মুহাম্মদ আজিজুর রহমান আলকাদেরী, আল্লামা আহমদুল হক আলকাদেরী, আল্লামা কাযী মুহাম্মদ শাহেদুর রহমান হাশেমী, কাযী আশেকুর রহমান হাশেমী, হাফেজ মুহাম্মদ শিব্বির আহমেদ ওসমানী, মাওলানা ছালেকুল মাওলা, কাযী মুহাম্মদ খালেদুর রহমান হাশেমী, সাজেদুর রহমান হাশেমী, সফিরুর রহমান হাশেমী, জামাল হোসাইন আলকাদেরী, মাওলানা জাহাঙ্গীর আলম আলকাদেরী, মাওলানা ওমর ফারুক নঈমী, মাওলানা আজিজুল হক হোসাইনী। প্রেস বিজ্ঞপ্তি।












