আউলিয়াদের সংস্পর্শে মানুষের মধ্যে মানবিক গুণাবলি অর্জিত হয়

গাউছিয়া হক কমিটির মাহফিলে বক্তারা

| শুক্রবার , ১৭ অক্টোবর, ২০২৫ at ১০:০৪ পূর্বাহ্ণ

পবিত্র ফাতেহাইয়াজদাহম ও বিশ্বঅলি শাহানশাহ সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (কঃ) মহান ২৬ আশ্বিন ৩৭ তম বার্ষিক ওরশ শরীফ উপলক্ষে মাইজভান্ডরী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ ফটিকছড়ি দক্ষিণ ধর্মপুর শাখার ব্যবস্থাপনায় পবিত্র তাওয়াল্লাদে গাউসিয়া শরীফ ও মিলাদ মাহফিল ১০ অক্টোবর বাদে মাগরিব দক্ষিণ ধর্ম পুর শাহী জামে মসজিদে খতিব আল্লামা ইদ্রিস আনসারী সাহেবের সভাপতিত্বে ও শাখার সভাপতি মওলানা সৈয়দ জিয়াউদ্দীনের উপস্থাপনায় অনুষ্ঠিত হয়। এতে উদ্বোধন হিসেবে বক্তব্য রাখেন মওলানা শহিদুল্লাহ কাদেরী। প্রধান অতিথি ছিলেন গাউছিয়া জিলানী সমাজ কল্যাণ পরিষদের সভাপতি এ কে এম বখতিয়ার। প্রধান বক্তা হিসেবে তকরির করেন আল্লামা কাজী কুতুবউদ্দিন রজভী। মাহফিলে বক্তারা বলেন, মহান আউলিয়াদের সংস্পর্শে কোটি কোটি মানুষের মধ্যে ধর্মীয় অনুশাসনে মানবিক গুণাবলি অর্জিত হয়েছে, হচ্ছেও। বক্তারা আরো বলেন, ইসলামের সঠিক ইতিহাস সংস্কৃতি ও ত্বরিকত মেনে চললেই মানুষ কখনো গোমরাহি হবে না। এতে উপস্থিত ছিলেন পেশ ইমাম মওলানা আবদুল মন্নান আনসারী, আলহাজ্ব মওলানা শফিউল আজম’, মওলানা শহিদুল আজম, ইকবাল হাসান, ব্যাংকার জাহেদ আসিফ, প্রবাসী জাহেদুল আলম মাসুদ সাব্বির সাধারণ সম্পাদক জয়নাল, সাংগঠনিক সম্পাদক সাকিব, সহ কমিটির সকল সদস্যগণ। পরে মিলাদ কিয়াম দোয়া মোনাজাতের পর বিপুল সংখ্যক উপস্থিত আশেক ভক্তের মাঝে তাবরুক বিতরণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধএইচএসসি ও আলিম পরীক্ষায় সাফল্য
পরবর্তী নিবন্ধসাতকানিয়া পৌরসভা বিএনপির ‘সবার আগে বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা