বোয়ালখালী খিতাপচরস্থ অলিয়ে কামেল হযরত শাহ্সূফী মোজাহেরুল হক শাহ্ (কঃ) প্রকাশ মজু শাহ্ের বার্ষিক খোশরোজ ১ জানুয়ারি দিনব্যাপী মজুভাণ্ডার দরবার শরীফে শাহজাদা মুহাম্মদ কফিল উদ্দিন লোকমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
ওরশে উপস্থিত ছিলেন মুহাম্মদ আবুল বশর, শামসুল আলম মেম্বার মুহাম্মদ নাছির উদ্দীন, আলী হায়দার, মুহাম্মদ সেলিম, মুহাম্মদ আকতার হোসেন প্রমুখ। সভাপতির বক্তব্যে শাহজাদা মুহাম্মদ কফিল উদ্দিন লোকমান বলেন, আউলিয়া, আমবীয়া কেরাম, গাউছ কুতুব, পীর মশায়েক, বুজুর্গ এদের নিকট আল্লাহর প্রদত্ত আধ্যাত্মিক শক্তি বিদ্যমান মনে করে তাদের উছিলা বা মাধ্যমে ভক্তরা আল্লাহর নিকট আরজ করে কিছু চায়, তাদের বরকতে বিপদ আপদ দূরীভুত হওয়া, সংকট কেটে উঠিয়ে বিশ্বাস স্থাপন করে। এটা কখনো শিরিক নয় বরং কোরআন, হাদিস এজমা, কেয়াজ সম্মত ধর্ম, মত বা আকিদা অনুযায়ী সঠিক। দিনব্যাপী অনুষ্ঠান কর্মসূচির মধ্যে ছিল খতমে কুরআন, খতমে গাউছিয়া শরীফ, ছেমা, জিকির মাহফিল ও জাতি–ধর্ম–বর্ণ নির্বিশেষে সকলের মঙ্গল কামনায় আখেরী মোনাজাত পরিচালনা করা হয় এবং তবারুক বিতরণের মাধ্যমে দিনব্যাপী বার্ষিক খোশরোজ শরীফ সম্পন্ন হয়। প্রেস বিজ্ঞপ্তি।