আউলিয়ায়ে কেরামের মাধ্যমে এদেশে ইসলাম প্রচার হয়েছে

ঈদে মিলাদুন্নবী সেমিনারে ধর্ম উপদেষ্টা

| বৃহস্পতিবার , ১২ সেপ্টেম্বর, ২০২৪ at ৭:৫৫ পূর্বাহ্ণ

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, আউলিয়ায়ে কেরামের মাধ্যমে এদেশে ইসলাম প্রচার হয়েছে। তাঁরা রাসূল (.)’র বাণী পৌঁছাতে দ্বীনি ইসলামের খেদমতে দেশ দেশান্তর সফর করেছেন। তাই তাঁদের উপযুক্ত সম্মান করা প্রতিটি মুসলমানের দায়িত্ব। অন্তর্বর্তীকালীন সরকারকে প্রশ্নবিদ্ধ করতেই দুষ্কৃতকারীরা বিভিন্ন ধর্মীয় উপাসনালয়, মসজিদ, মাজার, মন্দিরে হামলা চালাচ্ছে যা ইসলাম কখনও সমর্থন করে না। আমরা এ ব্যাপারে মন্ত্রণালয় কর্তৃক বিশেষ দিক নির্দেশনা ও এসব হামলায় জড়িতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। গতকাল বুধবার বাদ যোহর হতে নগরীর কুলগাঁওস্থ দরবারে হাশেমীয়া আলীয়া শরীফে ইমামে আহলে সুন্নাত আল্লামা হাশেমী (রহ.) প্রবর্তিত ৪৮তম ১২ দিন ব্যাপী ঐতিহাসিক পবিত্র ঈদে মিলাদুন্নবী (.) শীর্ষক সেমিনারের অষ্টম দিবসে আঞ্জুমানে মুহিব্বানে রাসূল (.) গাউছিয়া জিলানী কমিটির উদ্যোগে গোলজার হাশেমী ট্রাস্টের চেয়ারম্যান অধ্যক্ষ কাযী আবুল বয়ান হাশেমী (মজিআ)’র সভাপতিত্বে সেমিনারের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এতে আলোচনায় অংশ নেন, বাংলাদেশ জমিয়তুল মোদার্রেছীনের মহাসচিব অধ্যক্ষ সাব্বির আহমদ মোমতাজী, ইসলামিক ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় পরিচালক মাওলানা বোরহান উদ্দিন, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মহাসচিব স উ ম আব্দুস সামাদ, জসিম উদ্দিন আলকাদেরী, মাওলানা মোশাররফ হোসেন হেলালী, মাওলানা নুর মোহাম্মদ আল কাদেরী, মাওলানা সাইফুল ইসলাম নিজামী আলকাদেরী। সেমিনারে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শায়খুল হাদীস সোলাইমান আনসারী, শায়খুল হাদীস কাজী মঈনুদ্দীন আশরাফী, প্রধান মুফাচ্ছির ছালেকুর রহমান, মাওলানা নুরুল আবসার, মাওলানা আবদুল আজীজ আনোয়ারী, শফিউল আলম নিজামী, রফিক উদ্দিন সিদ্দিকী, শহিদুল হক হোসাইনী, মাওলানা মুহাম্মদ ইদ্রিছ আনছারী, শাহজাদা কাযী মাওলানা মুহাম্মদ আবুল এহছান হাশেমী, শাহজাদা মাওলানা কাযী মুহাম্মদ আবুল বোরহান হাশেমী, আঞ্জুমানের সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক মাহবুবুল আলম, মোহাম্মদ লোকমান, মনজুরুল আলম, তৌহিদুল কাদের চৌধুরী, মাওলানা নিজাম উদ্দিন আশরাফী, কাজী আহছানুল মোরশেদ কাদেরী, এস এম শরীফুল ইসলাম, মাওলানা ইদ্রিস আলম কাদেরী, মাওলানা জামাল উদ্দিন প্রমুখ। শাহজাদা কাযী মুহাম্মদ সওবান হাশেমী, মো. মাছুম বিল্লাহ ফাহিম হাশেমী ও মুহাম্মদ সাইদুল মোস্তফা নক্বীর নাতে রাসূল (.) পরিবেশনের পরে বিশ্ববাসীর শান্তি কামনায় খতমে কোরআনুল করিম, খতমে সহীহ বোখারী শরীফ আদায় ও মোনাজাত করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধশেখ মুজিবের নির্দেশে রমনা কালী মন্দির ভেঙে দেওয়া হয়েছিল
পরবর্তী নিবন্ধনদীমাতৃক বাংলাদেশ নৌপথে বাণিজ্য