আউলিয়ায়ে কেরামের আদর্শ অনুসরণ করার আহবান

ফাতেহা ইয়াজদাহুম মাহফিল

| রবিবার , ২৯ অক্টোবর, ২০২৩ at ৭:০৫ পূর্বাহ্ণ

ওয়াইজর পাড়া ফজুর মার জামে মসজিদ পরিচালনা কমিটি ও গাউসিয়া কমিটির যৌথ উদ্যোগে ফাতেহা ইয়াজদাহুম উদযাপন মাহফিল গত ২৬ অক্টোবর অনুষ্ঠিত হয়। মসজিদ পরিচালনা কমিটির সভাপতি হাজি আবদুস সালামের সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথি ছিলেন মাতার বাড়ি মজিদিয়া সুন্নিয়া মাদ্রাসার প্রভাষক মুহাম্মদ মিজানুর রহমান আল কাদেরী । প্রধান বক্তা ছিলেন ওয়াজের পাড়া ফজুরমার জামে মসজিদের খতিব আশরাফুজ্জামান আলকাদেরী। বিশেষ আলোচক ছিলেন মাওলানা মফিজ উদ্দীন আলকাদেরী। হাফেজ আতিকুর রহমান রাশেদের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন হাজি রেজাউল করিম, মুহাম্মদ সেলিম, মুহাম্মদ সেলিম, হাজি মুন্সী মিয়া, মুহাম্মদ নাছের, হাফেজ মুহাম্মদ হাসান, হাজি সাব্বির আহমেদ, মুহাম্মদ হাসান, মুহাম্মদ ইউনুছ, সালমান সাকিব, মুহাম্মদ ফাহিম প্রমুখ। বক্তারা বলেন, দুনিয়াআখিরাতের শান্তিঅগ্রগতির মাধ্যমই হলো আউলিয়ায়ে কেরামের ছোহবত। নেতৃবৃন্দ আউলিলয়া কেরামের আদর্শ অনুসরণ করার জন্য সকলের প্রতি আহবান জানান।

পাহাড়তলী খানকাহ : পবিত্র ফাতেহা ইয়াজদাহুম উপলক্ষে পাহাড়তলী খানকাহ এ হক ভান্ডারীতে এক মিলাদ ও জিকিরে ছেমা মাহফিল খানকাহ এ হক ভান্ডারীর মোন্তাজেম সাবেক ভারপ্রাপ্ত মেয়র আলহাজ্ব অধ্যক্ষ মোঃ আসলাম হোসেন আল্‌ মাইজভান্ডারীর সভাপতিত্বে গত ২৬ অক্টোবর অনুষ্ঠিত হয়। এতে আলোচনা করেন জাতীয় পার্টি চট্টগ্রাম মহানগর শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ খান লেদু কন্ট্রাক্টর, মাইজভান্ডারী গাউছিয়া হক কমিটির সাধারণ সম্পাদক মোঃ ওয়াসিক হোসেন আনান, সহসভাপতি মোঃ নুর হোসেন সওদাগর, মোঃ এহছানুল হক ইয়াছিন, মোঃ সফিউর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ইরফান, সহসাধারণ সম্পাদক মোঃ জিয়াউল হোসেন পিনান, সাংগঠনিক সম্পাদক মোঃ সাঈদ হোসেন সাকিব প্রমূখ। জিকিরে ছেমা মাহফিল পরিচালনা করেন কাওয়াল মোশারফ হোসেন ও মোঃ নাছির উল্যা। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবিজয়’৭১ সঙ্গীত একাডেমির প্রতিষ্ঠাবার্ষিকী
পরবর্তী নিবন্ধনগরীতে হাসিমুখ ফাউন্ডেশনের শিক্ষা সামগ্রী বিতরণ