আউট হয়ে গেলেন তানজিদ তামিম, বিপদে বাংলাদেশ

আজাদী অনলাইন | সোমবার , ১৮ মার্চ, ২০২৪ at ৪:৫৪ অপরাহ্ণ

২৩৫ রানের লক্ষ্য। খুব বেশি বড় নয়। রয়ে সয়ে খেলতে পারলে অনায়াসেই জয় তুলে নেয়া সম্ভব। সৌম্য সরকারের কনকাশন সাব হিসেবে মাঠে নামা তানজিদ হাসান তামিমের ব্যাটে জয়ের স্বপ্নটাও বাংলাদেশের বেশ চওড়া হচ্ছিলো।

কিন্তু অহেতুক ছক্কা মারতে গিয়ে ক্যাচ তুলে দিলেন বাউন্ডারি লাইনে। ফলস্বরূপ সেঞ্চুরির কাছাকাছি গিয়ে আউট হতে হলো তাকে।

দলীয় ১৩০ রানের মাথায় বিদায় নেন তানজিদ তামিম। এ সময় তার রান ছিল ৮৪। তার আগে উইকেটে এসে থিতু হতে না পেরে বিদায় নিয়েছেন আরও চার শীর্ষসারির ব্যাটার।

তানজিদ তামিমের আউট হওয়ার মধ্য দিয়ে বেশ বিপদেই পড়েছে বাংলাদেশ। কারণ, নিয়মিত বিরতিতে উইকেট হারাতে হারাতে ১৩০ রানের মাথায় বিদায় নিয়েছেন ৫ জন ব্যাটার। ২৩৫ রানের বাধা টপকাতে পারবে তো বাংলাদেশ? বেশ ভালো শঙ্কাই দেখা যাচ্ছে।

এ রিপোর্ট লেখার সময় বাংলাদেশের রান ২৮.১ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৪৪। ১৫ রান নিয়ে মুশফিকুর রহিম এবং ৭ রান নিয়ে ব্যাট করছেন মেহেদী হাসান মিরাজ।

পূর্ববর্তী নিবন্ধবাঁশখালী পুলিশের ওপর আসামির হামলা, পালাতে গিয়ে স্বর্ণ মানিকের যা হলো…
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে মাঠের বাইরে চার ক্রিকেটার ও এক আম্পায়ার