নগরের আনন্দবাজার আউটার রিং রোডের বে–টার্মিনালের সাগর পাড় এবং কলসী দীঘির পাড় এলাকা থেকে পৃথক দুটি মরদেহ উদ্ধার করেছে বন্দর থানা পুলিশ। এর মধ্যে সোমবার দুপুরে কলসী দীঘির পাড় এলাকা থেকে উদ্ধার করা হয় মনির হোসেন (৩৫) নামে এক যুবকের মরদেহ। সে গাজীপুর জেলার জয়দেবপুরের মো. ফজল রহমানের ছেলে।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় কুমার সিনহা সাংবাদিকদের জানান, মনির হোসেন ইপিজেড এলাকার একটি গার্মেন্টসে চাকরি করতেন। মধ্যম হালিশহরে একটি ভাড়া বাসায় থাকতেন তিনি। তিনি শ্বাসকষ্টে ভুগছিলেন। তার পকেটে আমরা একটা ইনহেলার পেয়েছি। সম্ভবত তিনি এজমার রোগী ছিলেন। এদিকে রোববার রাতে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে আনন্দবাজার আউটার রিং রোডের বে–টার্মিনালের সাগর পাড়ে বালির উপর থেকে এক অজ্ঞাতনামা নারীর মরদেহ উদ্ধার করা হয়। পুরো শরীরে পচন ধরে যাওয়ায় তার মুখ বিকৃত হয়ে গেছে। তবে তার ডান হাতে একটি সোনালী রঙের চুরি, ২টি কানের দুল ও গলায় ১টি পুঁতির মালা পাওয়া গেছে। বন্দর থানার ওসি সাংবাদিকদের জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ৪–৫ দিন আগেই তাকে হত্যা করা হয়েছে।












