আউটার রিং রোডে মাইক্রো-কাভার্ডভ্যান সংঘর্ষ, আহত ৭

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ৪ আগস্ট, ২০২২ at ১০:২০ পূর্বাহ্ণ

নগরীর আউটার রিং রোড এলাকায় গতকাল মাইক্রোবাস ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন ৭ জন। আহতদের মধ্যে ৫ জন একই পরিবারের। হজ পালন শেষে চট্টগ্রাম বিমান বন্দর থেকে গাড়ি নিয়ে বাড়ি ফিরছিলেন তারা।

হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহির উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, হজ পালন শেষে নাসিরউদ্দীন নামের একজন তার পরিবারসহ বিমানবন্দর হয়ে বাড়ি ফেরার পথে মাইক্রোবাস ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

পূর্ববর্তী নিবন্ধআমাকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্র জোরদার হচ্ছে : প্রধানমন্ত্রী
পরবর্তী নিবন্ধআইনজীবীর ঘরে চুরি