চুয়েটের এসিআই, স্টুডেন্ট চ্যাপ্টার আমেরিকান কংক্রিট ইনস্টিটিউটের ২০২০ সালের আউটস্ট্যান্ডিং ইউনিভার্সিটির তালিকায় ৫ম স্থান অর্জন করেছে।
গত ৭ ফেব্রুয়ারি এসিআই অ্যাওয়ার্ড ফর স্টুডেন্ট অ্যাক্টিভিটিসের তালিকা প্রকাশিত হয়। প্রতি বছরের ন্যায় এঙসিলেন্ট ইউনিভার্সিটি এবং আউটস্টান্ডিং ইউনিভার্সিটি এই দুইটি ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড প্রদান করা হয়। আউটস্ট্যান্ডিং তালিকায় ৫ম সেরা হিসেবে চুয়েটের নাম উঠে এসেছে। সারাবিশ্ব হতে ৩৩টি বিশ্ববিদ্যালয়কে এঙিল্যান্ট ৬৬টি বিশ্ববিদ্যালয়কে আউটস্ট্যাান্ডিং অ্যাওয়ার্ডের জন্য মনোনীত করা হয়। স্বীকৃতিপ্রাপ্ত বিশ্ববিদ্যালয়গুলোর নাম কংক্রিট আন্তর্জাতিক ম্যাগাজিনে প্রদর্শিত হবে এবং প্রতিটি চ্যাপ্টারের অর্জনকে স্বীকৃতি দেওয়ার জন্য একটি ব্যানার প্রদান করা হবে।
উল্লেখ্য, এসিআই, চুয়েট স্টুডেন্ট চ্যাপ্টার বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রথম স্টুডেন্ট চ্যাপ্টার। এই সফলতা প্রসঙ্গে এসিআই চুয়েট শাখার উপদেষ্টা পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. জি এম সাদিকুল ইসলাম বলেন, স্থানীয় পেশাগত চ্যাপ্টার না থাকার পরও আমাদের ঐকান্তিক প্রচেষ্টায় এসিআই হেডকোয়ার্টার চুয়েটকে কিছু শর্তসাপেক্ষ স্টুডেন্ট চ্যাপ্টার প্রদান করে। প্রেস বিজ্ঞপ্তি।