আউটফিল্ড : সরাসরি মাঠ থেকে বিটিভি চট্টগ্রামের ক্রিকেট অনুষ্ঠান

| সোমবার , ২০ জানুয়ারি, ২০২৫ at ৭:৩৬ পূর্বাহ্ণ

প্রথম বারের মত মাঠ থেকে সরাসরি বিশ্লেষণমূলক অনুষ্ঠান সমপ্রচার করে নজির স্থাপন করেছে বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্র। বিপিএল ২০২৫ অনুষ্ঠিত হচ্ছে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। চট্টগ্রাম পর্বের মোট বারটি খেলা এখানে অনুষ্ঠিত হচ্ছে আগামী ২৩ জানুয়ারি পর্যন্ত খেলাগুলো চলবে। প্রতিটি খেলার মধ্যবিরতিতে মাঠের মিডিয়া টাওয়ারের কমেন্ট্রি বক্স থেকে আউটফিল্ড অনুষ্ঠানটি সরাসরি সমপ্রচার করা হচ্ছে। যা কিনা বিটিভি’র জন্য একটি মাইল ফলক। চট্টগ্রাম স্পোর্টস জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি ক্রীড়া সাংবাদিক শাহনেওয়াজ রিটন এবং আন্তর্জাতিক ক্রিকেট সাংবাদিক এম নাজমুল ইসলামের প্রাণবন্ত উপস্থাপনায় প্রতিদিন বিপিএল ম্যাচ এবং দেশীয় ও আন্তর্জাতিক ক্রিকেট বিশ্লেষন নিয়ে বিটিভি’র পর্দায় হাজির হচ্ছেন আন্তর্জাতিক ক্রিকেট বিশ্লেষক এবং ক্রিকেট কমেন্টেটররা। ইতোমধ্যে আলোচনায় অংশ নিয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন, জনপ্রিয় ধারাভাষ্যকার আলফাজ উদ্দিন আহমেদ, ক্রিকেট বিশ্লেষক ক্রীড়া সাংবাদিক রিয়াসাদ আজিম, ক্রিকেট কমেন্টেটর ও ক্রিকেট সাংবাদিক সৈয়দ আবিদ হোসাইন সামি।

বিটিভি সূত্র জানিয়েছে অনুষ্ঠানে আরো অংশ নিবেন আন্তর্জাতিক ক্রিকেট বিশ্লেষক এবং ক্রিকেট কমেন্টেটর আতাহার আলী খান, আন্তর্জাতিক ক্রিকেট বিশ্লেষক এবং ক্রিকেট কমেন্টেটর ড্যানি, জাতীয় ক্রিকেট দলের সাবেক খেলোয়াড় ও ক্রিকেট বিশ্লেষক সানোয়ার হোসেনসহ দেশীয় ও আন্তর্জাতিক ক্রিকেট বিশ্লেষক এবং ক্রিকেট কমেন্টেটররা। থাকবেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক খেলোয়াড় এবং ক্রিকেট বোর্ড সংশ্লিষ্টরা। অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের জিএম ইমাম হোসেন। প্রযোজনা করেছেন জামাল উদ্দিন জয় এবং সাফির হোসেইন। গ্রন্থনায় শাহনেওয়াজ রিটন ও এম নাজমুল ইসলাম। সমন্বয় করেছেন এম নাজমুল ইসলাম।

পূর্ববর্তী নিবন্ধবিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের সাথে ঢাকা ক্যাপিটালস এর খেলোয়াড়রা
পরবর্তী নিবন্ধরিলায়েন্স গোসাইলডাঙা ফুটবল লিগের ফাইনাল সম্পন্ন