আই আনন্দপুর শিশুসাহিত্য একাডেমি পুরস্কার বিতরণ

| রবিবার , ১৯ অক্টোবর, ২০২৫ at ১১:০৬ পূর্বাহ্ণ

আই আনন্দপুর শিশুসাহিত্য একাডেমির পুরস্কার ২০২৫ বিতরণ অনুষ্ঠান গতকাল শনিবার চট্টগ্রাম একাডেমিতে অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদের সভাপতি মো. সাহাব উদ্দিন হাসান বাবুর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন শিশুসাহিত্যিক ও সাংবাদিক রাশেদ রউফ। এবার আনন্দপুর শিশুসাহিত্য পুরস্কারে ভূষিত হন শিশুসাহিত্যিক ফারুক নওয়াজ ও আহমেদ রিয়াজ। তাঁদের হাতে অর্থ, সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র তুলে দেওয়া হয়। প্রধান অতিথি বলেন, চট্টগ্রামে আমরা শিশুসাহিত্যিক যারা আছি সবাই এক এবং ঐক্যবদ্ধ। তিনি সাহিত্যের পৃষ্ঠপোষকতায় সমাজের লেখক, প্রকাশক ও সংস্কৃতিবান্ধব ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান জানান।পুরস্কারপ্রাপ্ত লেখক ফারুক নওয়াজ বলেছেন, চট্টগ্রাম শিশুসাহিত্যের রাজধানী। শিশুসাহিত্যিক আহমেদ রিয়াজ বলেন, প্রকাশকরা দুএকজন লেখক বই প্রকাশের মাধ্যমে জনপ্রিয় করে তুলতে পারেন। আলোচক ছিলেন এমরান চৌধুরী, উৎপলকান্তি বড়ুয়া, অরুণ শীল, জসীম মেহবুব, আজিজ রাহমান। সূচনা বক্তব্য রাখেন আনন্দপুর শিশুসাহিত্য একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক আখতারুল ইসলাম।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সুসেন কান্তি দাশ। উপস্থিত ছিলেন বিপুল বড়ুয়া, নাসের রহমান, দীপক বড়ুয়া, মিজানুর রহমান শামীম, সনজিত দে, আ ফ ম মোদাচ্ছের আলী, রুনা তাসমিনা, মিলন বনিক, আকাশ আহমেদ, কেশব জিপসী, ওবায়দুল সমীর, সাইফুল্লাহ কায়সার, সারোয়ার আরমান, সালাম সৌরভ, সুলতানা লাবু, নাটু বিকাশ বড়ুয়া, তানজিনা রাহী, শবনম ফেরদৌসী, মাহমুদ বিক্রম, আবুল কালাম বেলাল, জিন্নাহ চৌধুরী, কানিজ ফাতিমা, অনুবাদক ফারজানা রহমান শিমু, প্রদ্যোত কুমার বড়ুুয়া, খন রঞ্জন রায়, লিটন কুমার চৌধুরী, অভি ওসমান, সাইকা খানম, শেখ মো. আবরার ইয়াসির, সুজন সাজু, প্রতিমা দাশ, সোমা মুৎসুদ্দী, এম কামাল উদ্দিন, অনিক শুভ, রণবীর আখতার শাওন, আরিয়ান আখতার, পাপড়ি আখতার, নীপেস রঞ্জন হোড় প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় সিপিবির কর্মীসভা
পরবর্তী নিবন্ধচৌধুরীহাটে সুন্নি কনফারেন্স