আইয়ুব বাচ্চু স্মরণে ব্যান্ড অনুষ্ঠান

| সোমবার , ১৮ আগস্ট, ২০২৫ at ৯:১৭ পূর্বাহ্ণ

বরেণ্য ব্যান্ড লিজেন্ড আইয়ুব বাচ্চুর জন্মদিন উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে এবং বেঙ্গল লিজিয়ন ও গিটার হলস্কুল অব মিউজিকের সহযোগিতায় গতকাল রোববার একাডেমির অনিরুদ্ধ মুক্ত মঞ্চে জনপ্রিয় ১০টি ব্যান্ড দলের পরিবেশনায় অনুষ্ঠিত হয় সঙ্গীতানুষ্ঠান। গিটার হলস্কুল অব মিউজিক ব্যান্ড দলের পরিবেশনা দিয়ে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানের মধ্য বিরতিতে আইয়ুব বাচ্চু স্মরণে চট্টগ্রাম জেলা কালচারাল অফিসার সৈয়দ আয়াজ মাবুদের সভাপতিত্বে আলোচনায় অংশগ্রহণ করেন ব্যান্ড লিজেন্ড প্রয়াত আইয়ুব বাচ্চুর স্ত্রী এ বি ফাউন্ডেশনের চেয়্যারম্যান ফেরদৌস আইয়ুব চন্দনা, আইয়ুব বাচ্চুর গিটার গুরু জ্যাকব ডায়েস, আইয়ুব বাচ্চুর সংগীত জীবনের সহযাত্রী ফুয়াদ নাসের বাবু, শামীম আহমেদ, মোহাম্মদ আলী, আবদুল্লাহ আল মাসুদ, লাবু রহমান। আলোচক বৃন্দব্যান্ড সঙ্গীতকে দেশব্যাপী জনপ্রিয় করে তুলতে এবং বাংলা ব্যান্ড গানের আবেদন বিশ্বব্যাপী নন্দিত করে তুলতে আইয়ুব বাচ্চুর অনবদ্য অবদানের কথা গভীর শ্রদ্ধার ভরে স্মরণ করেন। তারা বলেন, আইয়ুব বাচ্চু একাধারে যেমন ব্যান্ড গানের কিংবদন্তী শিল্পী ছিলেন তেমনি ছিলেন গীতিকার ও সুরকার। তারা আরও বলেন আমাদের তারুণ্যের শুরু হয় আইয়ুব বাচ্চুর গানে কন্ঠ মিলিয়ে। অনুষ্ঠানে আইয়ুব বাচ্চুর জনপ্রিয় গানগুলো পরিবেশনায় পারফর্ম করে দ্যা ল্যান্ডস্কেপ, সিনটেঙ এরর, মুখোশ, জলরং, অ্যামাচার, ওয়ার্নিং, নাটাই, সাস্টেইন, সুপারগ্রুপ। আইয়ুব বাচ্চুর জনপ্রিয় গানগুলোতে দর্শকরা কন্ঠ মেলানোর মাধ্যমে আইয়ুব বাচ্চুকে স্মরণ করে গভীর শ্রদ্ধা জানান।

পূর্ববর্তী নিবন্ধশ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি পরীমণি
পরবর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ১৩.৬৬ কোটি টাকা