নাফ নদীতে বিজিবির অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকসহ মিয়ানমারের দুজন নাগরিককে আটক করেছে। গতকাল শনিবার ভোররাতে টেকনাফের জালিয়ারদ্বীপ এলাকায় এ অভিযান চালানো হয়। এ সময় এক কেজি (১.০৬৯ কেজি) ক্রিস্টাল মেথ আইস এবং ৫৪ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। আটক দুজন হল টেকনাফ সীমান্তবর্তী মিয়ানমারের মংডু এলাকার মো. জুবায়ের আহমদ (২২) ও মো. রফিক (২৩)।
বিজিবি সূত্রে জানা যায়, ভোররাতে বিজিবি টহলদল একটি নৌকাকে মিয়ানমারের শোয়ারদ্বীপ এলাকা থেকে নাফ নদী পার হয়ে বাংলাদেশের অভ্যন্তরে জালিয়ারদ্বীপের দিকে আসতে দেখে। নৌকাটি শূন্য রেখা অতিক্রম করে জালিয়ার দ্বীপের কাছে আসলে বিজিবির টহলদল নৌকাটিকে চ্যালেঞ্জ করে। নৌকার আরোহীরা বিজিবির চ্যালেঞ্জকে উপেক্ষা করে নৌকা ঘুরিয়ে মিয়ানমার সীমান্তের দিকে চলে যেতে থাকলে বিজিবি টহলদল সন্দেহভাজন নৌকাটিকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে নৌকাটিকে থামানোর চেষ্টা করে। এতে একজন চোরাকারবারী নৌকা থকে লাফিয়ে নাফ নদী দিয়ে মিায়ানমারের অভ্যন্তরে পালিয়ে গেলেও দুই জন চোরাকারবারীসহ নৌকাটি বিজিবি টহলদল আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে তল্লাশী করে নৌকাটির ভিতরে পাটাতনের নিচে একটি বস্তার ভিতরে লুকায়িত অবস্থায় ছয় কোটি সাতানব্বই লক্ষ টাকা মূল্যমানের এসব মাদক উদ্ধার করা হয়।