আফগানিস্তানের বিপক্ষে সিরিজ সেরার পুরস্কার জয়ী নাসুম আহমেদ র্যাঙ্কিংয়েও দিয়েছেন বড় লাফ। টি–টোয়েন্টি বোলারদের মধ্যে ৮৭ ধাপ উন্নতি করেছেন বাঁহাতি স্পিনার। ব্যাটসম্যানদের তালিকায় এগিয়েছেন সাইফ হাসান ও তানজিদ হাসানসহ বাংলাদেশের আরও কয়েকজন। গতকাল বুধবার প্রকাশিত পুরুষ ক্রিকেটারদের র্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদে টি–টোয়েন্টি বোলারদের তালিকায় প্রথম একশজনের মধ্যে ঢুকেছেন নাসুম। ৫২৫ রেটিং পয়েন্ট নিয়ে ৪৪তম স্থানে আছেন তিনি। বোলারদের মধ্যে তানজিম হাসান ৯ ধাপ এগিয়ে ৩৩ নম্বরে আছেন। ২১ ধাপ উন্নতি করে শরিফুল ইসলামের অবস্থান রোস্টন চেইসের সঙ্গে যৌথভাবে ৪৯তম। এই সংস্করণের র্যাঙ্কিংয়ে বাংলাদেশের বোলারদের মধ্যে সবার ওপরে দ্বাদশ স্থানে মুস্তাফিজুর রহমান। ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে ১৭ ধাপ এগিয়ে ১৮ নম্বরে সাইফ। ধারাবাহিকভাবে উন্নতি করে তালিকায় এখন বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে সবার ওপরে তিনি। এছাড়া তানজিদের (৩৭তম) ৬ ধাপ, পারভেজ হোসেনের (৫৩তম) ১৮ ধাপ ও শামীম হোসেনের (৯১তম) ৮ ধাপ অগ্রগতি হয়েছে। তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজে আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করার পথে বড় ভূমিকা রাখেন নাসুম। মোট পাঁচ উইকেট নেন তিনি, রান দেন ওভারপ্রতি ৫.৫৮ করে। ডানহাতি পেসার তানজিম দুই ম্যাচ খেলে ৪ উইকেট নিয়েছেন ওভারপ্রতি ৭.২৫ রান দিয়ে। আর দুই ম্যাচ খেলা বাঁহাতি পেসার শরিফুলের প্রাপ্তি ২ উইকেট, রান দিয়েছেন ওভারপ্রতি ৫.৭৫ করে। এক ফিফটিতে সিরিজের সর্বোচ্চ ৮৬ রান করেছেন ওপেনার তানজিদ। তিনে খেলা সাইফও ফিফটি পেয়েছেন একটি, সিরিজে তার ৮২ রান দ্বিতীয় সর্বোচ্চ। একটি পঞ্চাশ ছোঁয়া ইনিংসে ৭০ রান করেছেন পারভেজ, শামীম করতে পেরেছেন ৩৩ রান। টি–টোয়েন্টি ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে আগের মতোই সবার ওপরে ভারতের আভিষেক শার্মা। নিউজিল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি করা অস্ট্রেলিয়া অধিনায়ক মিচেল মার্শে ১৩ ধাপ এগিয়ে জায়গা করে নিয়েছেন শীর্ষ দশে। লম্বা লাফ দিয়েছেন অস্ট্রেলিয়া সিরিজে সেঞ্চুরি করা কিউই টপ অর্ডার ব্যাটসম্যান টিম রবিনসনও। ৫৮ ধাপ উন্নতি করে যৌথভাবে ২২তম স্থানে আছেন অস্ট্রেলিয়ার ক্যামেরন গ্রিনের সঙ্গে। বোলারদের র্যাঙ্কিংয়ে আগের মতোই চূড়ায় ভারতের ভারুন চক্রবর্তী। বাংলাদেশ সিরিজে ৬ উইকেট নেওয়া আফগান তারকা লেগ স্পিনার রাশিদ খান ৬ ধাপ এগিয়ে উঠে এসেছেন দ্বিতীয় স্থানে।