আইসিসি র‌্যাংকিংয়ে সোবহানা ১৫ আর ফাহিমার ১৮ ধাপ উন্নতি

স্পোর্টস ডেস্ক | বুধবার , ১৫ অক্টোবর, ২০২৫ at ৪:৫২ পূর্বাহ্ণ

উইমেন’স বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে পঞ্চাশ ছোঁয়া ইনিংস খেলে ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন সোবহানা মোস্তারি। সবশেষ তিন ম্যাচেই উইকেট নিয়ে বোলারদের তালিকায় এগিয়েছেন লেগ স্পিনার ফাহিমা খাতুন। নারী ক্রিকেটারদের র‌্যাঙ্কিংয়ে সাপ্তাহিক হালনাগাদ গতকাল মঙ্গলবার প্রকাশ করে আইসিসি। ওয়ানডে ব্যাটারদের মধ্যে ১৫ ধাপ এগিয়ে এখন ৭০তম স্থানে আছেন সোবহানা। আর ১৮ ধাপ উন্নতি করে বোলারদের তালিকায় এখন ২৭ নম্বরে ফাহিমা। ব্যাটারদের র‌্যাঙ্কিংয়েও অগ্রগতি হয়েছে ফাহিমার। ৭ ধাপ এগিয়ে এখন তিনি ৯২তম স্থানে। এই তালিকায় বাংলাদেশের আর কারো উন্নতি হয়নি। বোলারদের মধ্যে আরেক লেগ স্পিনার রাবেয়া খান ৩ ধাপ এগিয়েছেন। এখন ১৮তম স্থানে আছেন তিনি। ওয়ানডে অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়ে ফাহিমা ও রাবেয়া দুইজনেরই উন্নতি হয়েছে। ২৩ ধাপ এগিয়ে ২৬ নম্বরে রাবেয়া এবং ১৫ ধাপ এগিয়ে তার পরেই ফাহিমা। ক্যারিয়ারের প্রথম ওয়ানডে ফিফটিতে ইংল্যান্ডের বিপক্ষে ৬০ রানের ইনিংস খেলেন সোবহানা। পরের দুই ম্যাচে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই অঙ্ক স্পর্শ করতে পারেননি তিনি। তবে ওই ফিফটিতেই র‌্যাঙ্কিংয়ে এগিয়েছেন সোবহানা। গত সপ্তাহে খেলা তিন ওয়ানডের দুটিতে ব্যাটিংয়ে নেমে যথাক্রমে ৭ ও ৩৪ রান করেন ফাহিমা। তিন ম্যাচে ৩০, ৩ ও ৫০ রান করা শারমিন আক্তার বাংলাদেশের ব্যাটারদের মধ্যে র‌্যাঙ্কিংয়ে সবার ওপরে। টপ অর্ডার এই ব্যাটারের অবস্থান ৩১তম। বাংলাদেশের বোলারদের মধ্যে র‌্যাঙ্কিংয়ে সবার ওপরে নাহিদা আক্তার। ২ ধাপ পিছিয়ে এখন ১১তম স্থানে আছেন বাঁহাতি স্পিনার। গত সপ্তাহে খেলা তিন ম্যাচে কেবল তিনটি উইকেট নিতে পেরেছেন তিনি। নিউজিল্যান্ডের বিপক্ষে ৩ উইকেট নেওয়া রাবেয়া দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ধরেন এক শিকার। ফাহিমার সবশেষ তিন ওয়ানডেতে প্রাপ্তি মোট ৫ উইকেট। গত সপ্তাহে উন্নতি করা পেসার মারুফা আক্তার এবার পিছিয়ে গেছেন ৪ ধাপ, আছেন যৌথভাবে ৪৫ নম্বরে।

পূর্ববর্তী নিবন্ধ৩৬ বছর পর ব্রাজিলকে হারাল জাপান
পরবর্তী নিবন্ধজিয়া ফুটবল টুর্নামেন্টের মাঠ পরিচালনা কমিটির সভা