বাংলাদেশ ভারত গিয়ে টি–টোয়েন্টি বিশ্বকাপে খেলবে না। এই অবস্থান থেকে এখনও একচুলও সরে আসেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আইসিসির পক্ষ থেকে স্পষ্ট নির্দেশনা আসার পরও বিসিবি নিজেদের সিদ্ধান্তে অনড় রয়েছে। এবার সেই অবস্থান আরও আনুষ্ঠানিকভাবে জানাতে আইসিসিকে আবারও চিঠি পাঠিয়েছে বিসিবি, যেখানে নতুন একটি দাবি যুক্ত করা হয়েছে।
গত বুধবার আইসিসি বাংলাদেশকে জানায়, নির্ধারিত সূচি অনুযায়ী ভারতে গিয়েই বিশ্বকাপে অংশ নিতে হবে। তবে এই সিদ্ধান্ত মানতে রাজি নয় বিসিবি। ভারতকে ভেন্যু হিসেবে মেনে নিতে অস্বীকৃতি জানিয়ে আগের অবস্থান পুনর্ব্যক্ত করেছে বোর্ড।
সর্বশেষ পাঠানো চিঠিতে বিসিবি আইসিসির কাছে অনুরোধ করেছে, ভেন্যু পরিবর্তন সংক্রান্ত বিষয়টি যেন সংস্থাটির স্বাধীন ডিসপিউট রেজোল্যুশন কমিটির কাছে পাঠানো হয়। সাধারণত কোনো বিতর্কিত ইস্যু তৈরি হলে আইসিসির এই স্বাধীন কমিটি, যা আইনজীবীদের সমন্বয়ে গঠিত, বিষয়টির নিষ্পত্তি করে থাকে।
এর আগে বৃহস্পতিবার জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে বৈঠক করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি স্পষ্ট ভাষায় জানান, বাংলাদেশের সিদ্ধান্ত বদলানোর কোনো সম্ভাবনা নেই।
আইসিসি, যদিও বুধবারের নির্দেশনার পর থেকে এ বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেনি। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা এখনও পর্যন্ত নতুন কোনো অবস্থান জানায়নি।












