আইসিসির সেরা ফ্যান্টাসি একাদশে বাংলাদেশের তিনজন

স্পোর্টস ডেস্ক | রবিবার , ১৬ জুন, ২০২৪ at ১০:৩২ পূর্বাহ্ণ

আইসিসি তাদের ফেসবুক পেজে গতকাল চলমান টিটোয়েন্টি বিশ্বকাপের সেট(১০ ম্যাচ নিয়ে এক সেট) এর সেরা ফ্যান্টাসি একাদশ ঘোষণা করেছে। যেখানে বাংলাদেশ থেকে জায়গা পেয়েছেন তাওহীদ হৃদয়, তানজিম হাসান সাকিব ও তাসকিন আহমেদ। এক দেশ থেকে সর্বোচ্চ ৩ জন থাকতে পারেন একাদশে, তাই সবচেয়ে বেশি জায়গা পেয়েছেন বাংলাদেশিরাই। এমনকি অধিনায়কের দায়িত্ব পেয়েছেন তানজিম সাকিব। এই একাদশের মধ্যে সবচেয়ে বেশি ১৪২ পয়েন্ট বাংলাদেশের এই পেসারের। তাসকিন ও হৃদয়ের পয়েন্ট যথাক্রমে ১৩১ ও ৬৪। এছাড়া আইসিসির ফ্যান্টাসি একাদশে দ্বিতীয় সর্বোচ্চ দুজন ওয়েস্ট ইন্ডিজের। শারফেন রাদারফোর্ড ও আলজারি জোসেফ। এদিকে ভারত, দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান, যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া এই ছয় দল থেকে একজন করে ক্রিকেটার আছেন। আইসিসির ফ্যান্টাসি একাদশ (সেট ৩)- মোহাম্মদ রিজওয়ান, অ্যারন জোনস, তাওহিদ হৃদয়, শারেফানে রাদারফোর্ড, কেশব মহারাজ, তানজিম সাকিব (অধিনায়ক), তাসকিন আহমেদ, অ্যাডাম জাম্পা, আদিল রশিদ, আলজারি জোসেফ, আর্শদীপ সিং।

পূর্ববর্তী নিবন্ধউগান্ডাকে হারিয়ে প্রথম জয় দেখলো নিউজিল্যান্ড
পরবর্তী নিবন্ধবাগে পেয়েও দক্ষিণ আফ্রিকাকে হারাতে পারলো না নেপাল