সদ্য শেষ হওয়া নারী ওয়ানডে বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করেছে আইসিসি। আইসিসির ঘোষিত সেরা একাদশের অধিনায়ক নির্বাচিত হয়েছেন রানার্স–আপ দক্ষিণ আফ্রিকার দলনেতা লরা উলভার্টকে। একাদশে জায়গা পাননি শিরোপাজয়ী ভারতের অধিনায়ক হারমানপ্রিত কৌর। এছাড়া একাদশে সুযোগ হয়নি বাংলাদেশের কোন ক্রিকেটারের। চ্যাম্পিয়ন ভারত, রানার্স–আপ দক্ষিণ আফ্রিকা এবং সেমিফাইনাল থেকে বিদায় নেওয়া অস্ট্রেলিয়া দল থেকে তিনজন করে ক্রিকেটার সেরা একাদশে জায়গা পেয়েছেন। পাকিস্তান ও ইংল্যান্ড থেকে একজন করে ক্রিকেটারের জায়গা হয়েছে সেরা একাদশে। সেরা একাদশে ওপেনার হিসেবে রাখা হয়েছে উলভার্ট ও ভারতের স্মৃতি মান্ধানাকে। তিন নম্বরে রাখা হয়েছে ভারতের জেমিমা রদ্রিগেজকে। ব্যাটিং অর্ডারে চার নম্বরে রাখা হয়েছে দক্ষিণ আফ্রিকার মারিজান কাপকে। একাদশে সুযোগ পেয়েছেন অস্ট্রেলিয়ার অ্যাশলে গার্ডনার। ব্যাটিং অর্ডারে ছয় নম্বরে রাখা হয়েছে ভারতের দিপ্তি শর্মা। পেস বোলিং অলরাউন্ডার হিসেবে থাকছেন অস্ট্রেলিয়ার অ্যানাবেল সাদারল্যান্ড, দক্ষিণ আফ্রিকার নাডিন ডি ক্লার্ক। একাদশে জায়গা করে নিয়েছেন পাকিস্তানের উইকেটরক্ষক সিদ্রা নাওয়াজ। স্পিনার হিসেবে একাদশে জায়গা করে নিয়েছেন অস্ট্রেলিয়ার অ্যালানা কিং ও ইংল্যান্ডের সোপি এক্লেস্টোন। দ্বাদশ খেলোয়াড় হিসেবে আছেন ইংল্যান্ড অধিনায়ক ন্যাট সিভার–ব্রান্ট।
নারী ওয়ানডে বিশ্বকাপের সেরা একাদশ : লরা উলভার্ট (অধিনায়ক, দক্ষিণ আফ্রিকা), স্মৃতি মান্ধানা (ভারত), জেমিমা রদ্রিগেজ (ভারত), মারিজান কাপ (দক্ষিণ আফ্রিকা), অ্যাশলে গার্ডনার (অস্ট্রেলিয়া), দিপ্তি শর্মা (ভারত), অ্যানাবেল সাদারল্যান্ড (অস্ট্রেলিয়া), নেডিন ডি ক্লার্ক (দক্ষিণ আফ্রিকা), সিদ্রা নাওয়াজ (উইকেটরক্ষক, পাকিস্তান), অ্যালান কিং (অস্ট্রেলিয়া), সোফি এক্লেস্টোন (ইংল্যান্ড)। দ্বাদশ খেলোয়াড় : ন্যাট সিভার–ব্রান্ট (ইংল্যান্ড)।












