আইসিসির বর্ষসেরা ক্রিকেটার শাহিন আফ্রিদি

| মঙ্গলবার , ২৫ জানুয়ারি, ২০২২ at ৮:৩৬ পূর্বাহ্ণ

বর্ষসেরা ওয়ানডে, টিটোয়েন্টি ও টেস্ট ক্রিকেটারের পর এবার সব ফরম্যাট মিলিয়ে বর্ষসেরার নাম ঘোষণা করেছে আইসিসি। সোমবার এক বিবৃতির মাধ্যমে স্যার গ্যারফিল্ড সোবার্স বর্ষসেরা পুরুষ ক্রিকেটার হিসেবে শাহিন শাহ আফ্রিদির নাম ঘোষণা করেছে আইসিসি। ২০২১ সালে সব ফরম্যাটে দুর্দান্ত ছিলেন পাকিস্তানের পেসার শাহিন আফ্রিদি। বছরজুড়ের সবমিলিয়ে ৩৬টি আন্তর্জাতিক ম্যাচ খেলে মাত্র ২২ গড়ে ৭৮টি উইকেট শিকার করেছেন তিনি। বল হাতে উইকেট প্রতি তার খরচ ছিল মাত্র ২২ রান। বছরে তার সেরা বোলিং ফিগার ছিল ৫১ রানে ৬ উইকেট। একইদিন পুরুষ ক্যাটাগরিতে বর্ষসেরা টেস্ট ক্রিকেটার ও বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটারের নামও ঘোষণা করেছে আইসিসি। ওয়ানডেতে সেরা নির্বাচিত হয়েছেন ৬ ম্যাচে দুই সেঞ্চুরিতে ৪০৫ রান করা বাবর আজম। আর টেস্টে ১৫ ম্যাচে ছয় সেঞ্চুরিতে ১৭০৮ রান করে সেরার মুকুট পেয়েছেন ইংল্যান্ডের জো রুট। রাসেল হেহো ফ্লিন্ট বর্ষসেরা নারী ক্রিকেটার হিসেবে ভারতীয় ব্যাটার স্মৃতি মান্দানার নাম ঘোষণা করেছে আইসিসি।

পূর্ববর্তী নিবন্ধটি-টোয়েন্টিতে সাকিবের ৪০০ উইকেট
পরবর্তী নিবন্ধবরিশালকে হারিয়ে ঢাকার প্রথম জয়