আইসিসির ওয়েবসাইটের ফটো গ্যালারির জন্য বিশ্বের বিভিন্ন প্রান্তের ক্রিকেটপ্রেমীরা ছবি তুলে পাঠান। বাংলাদেশের ক্রিকেটপ্রেমী আলোকচিত্রীরাও প্রায়ই ছবি পাঠান। এসব ছবির মাঝেমধ্যে জায়গা করে নেয় আইসিসির ওয়েসসাইট এবং ফেসবুক পেজে। সমপ্রতি বাংলাদেশের সে রকম দুটি ছবি আইসিসি তাদের ফেসবুক পেজে পোস্ট করেছে। এর একটি লক্ষ্মীপুরের রামগঞ্জের একটি বাড়ির আঙিনায় শিশুদের খেলার ছবি। আরেকটি কক্সবাজারের এক গলি ক্রিকেটের ছবি। দ্বিতীয় ছবিটি তুলেছেন নাজমুল হুদা নামের এক আলোকচিত্রী। এই ছবিতে দেখা যায়- গলিতে ৩ জন ক্রিকেট খেলছেন স্ট্যাম্প ছাড়াই। নাজমুল হুদা লিখেছেন, ‘কোনো স্ট্যাম্প নেই। গলির ক্রিকেট। ’ ছবিটিতে এরইমধ্যে লাইক বা ইমোজি পড়েছে ৫২ হাজার বেশি, শেয়ার হয়েছে ৪২৭ বার এবং কমেন্ট পড়েছে ১৮ শ’র বেশি।