আইসিসির প্রশংসা পেলেন তানজিদ তামিম

স্পোর্টস ডেস্ক | শনিবার , ১৫ জুন, ২০২৪ at ৮:৫১ পূর্বাহ্ণ

নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচে বাউন্সারে বল ব্যাটে লেগে আটকে গেল হেলমেটে। স্ট্রাইকে থাকা ব্যাটার তানজিদ হাসান তামিম দারুণ বুদ্ধিমত্তার পরিচয় দিলেন। বল সহ হেলমেটকে মাটির সঙ্গে স্পর্শ করে দিলেন তিনি। ফলে একটি উইকেট বেঁচে গেল বাংলাদেশের। তার এমন ত্বরিৎ সিদ্ধান্তের প্রশংসা করেছে খোদ আইসিসি। ঘটনাটি নেদারল্যান্ডসের বিপক্ষে বাংলাদেশের ইনিংসের তৃতীয় ওভারের। ডাচ পেসার ভিভিয়ান কিংমার করা ওই ওভারের পঞ্চম বলটি হঠাৎ লাফিয়ে উঠে। পুল শট খেলতে গিয়ে দেরি করে ফেলেন বাংলাদেশের ওপেনার তানজিদ। বল ব্যাট ছুঁয়ে তার হেলমেটে আটকে যায়।

পূর্ববর্তী নিবন্ধভূমি ব্যবস্থাপনা সহজীকরণে সরকার সময়োপযোগী উদ্যোগ নিয়েছে
পরবর্তী নিবন্ধকানাডাকে হারিয়ে অজেয় থাকতে চায় ভারত