আইসিসির নতুন সদস্য দেশ হিসেবে স্বীকৃতি পেয়েছে মঙ্গোলিয়া, তাজিকিস্তান ও সুইজারল্যান্ড। ৭৮তম বার্ষিক সাধারণ সভায় এই সিদ্ধান্ত নেয় আইসিসি। এক বিবৃতিতে রোববার তিন দেশ মঙ্গোলিয়া, তাজিকিস্তান ও সুইজারল্যান্ডকে নতুন সদস্য হিসেবে স্বাগত জানায় আইসিসি। এশিয়ায় আইসিসির ২২ ও ২৩তম সদস্য মঙ্গোলিয়া ও তাজিকিস্তান। আর ইউরোপের ৩৫তম সদস্য সুইজারল্যান্ড। এই তিন দেশের অন্তর্ভুক্তিতে আইসিসির সদস্য এখন মোট ১০৬টি। সেখানে সহযোগী সদস্য ৯৪টি। নতুন তিন সদস্যকে স্বাগত জানানোর পাশাপাশি জানানো হয়েছে জাম্বিয়ার সদস্যপদ বাতিলের খবরও। সদস্যপদের ধারা লঙ্ঘন করায় ২০১৯ সালের সাধারণ সভায় তাদের সদস্যপদ স্থগিত করা হয়েছিল। একই কারণে সদস্যপদ স্থগিত করা হয়েছে রাশিয়ারও। আইসিসির পরবর্তী সাধারণ সভা পর্যন্ত বহাল থাকবে এই সিদ্ধান্ত।