আইসিসির চেয়ারম্যান হলেন নিউজিল্যান্ডের গ্রেগ বার্কলে

স্পোর্টস ডেস্ক | বৃহস্পতিবার , ২৬ নভেম্বর, ২০২০ at ১০:৪৮ পূর্বাহ্ণ

নতুন চেয়ারম্যান পেয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। দ্বিতীয়বারের ভোটিংয়ে পাকিস্তানের ইমরান খাজাকে হারিয়ে নির্বাচিত হয়েছেন নিউজিল্যান্ড ক্রিকেটের প্রধান গ্রেগ বার্কলে। গত জুলাইয়ে ভারতের শশাঙ্ক মনোহর পদত্যাগ করার পর আইসিসির অন্তবর্তীকালীন চেয়ারম্যানের দায়িত্ব পালন করছিলেন পাকিস্তানের ইমরান। তাকে হারিয়ে মনোহরের পর আইসিসির দ্বিতীয় স্বাধীন চেয়ারম্যান হলেন বার্কলে। গত সপ্তাহে হওয়া প্রথমবারের নির্বাচনেও ইমরানের চেয়ে ১০-৬ ব্যবধানে এগিয়ে ছিলেন বার্কলে। নিয়ম অনুযায়ী, আইসিসির ১৬ জন বোর্ড সদস্যের দুই-তৃতীয়াংশ অর্থাৎ ১১টি ভোট পেতে হবে চেয়ারম্যান হতে হলে। প্রথমবার বার্কলে পাননি ক্রিকেট দক্ষিণ আফ্রিকার ভোট। দ্বিতীয়বার তাদের সৌজন্যেই কাঙ্খিত ১১ ভোট পেয়ে নির্বাচিত হন তিনি। পেশায় বার্কলে একজন আইনজীবী। ২০১২ সাল থেকে নিউজিল্যান্ড ক্রিকেটে পরিচালক পদে আছেন তিনি। এখন দেশটির ক্রিকেট বোর্ডের প্রধানও। তবে আইসিসির চেয়ারম্যানের দায়িত্ব নেওয়ায় তাকে নিউজিল্যান্ড ক্রিকেটের পদ ছাড়তে হবে। ২০১৫ সালে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপের পরিচালকদের একজন ছিলেন বার্কলে। এবার পেলেন আরও বড় দায়িত্ব। আইসিসির বিবৃতিতে উচ্ছ্বাস প্রকাশের পাশাপাশি ক্রিকেটকে আরও শক্ত অবস্থানে নেওয়ার কথা জানালেন তিনি। আইসিসির চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হওয়া আমার জন্য অনেক বড় সম্মানের। আমাকে সমর্থন করায় আইসিসির অন্যান্য পরিচালকদের ধন্যবাদ জানাতে চাই। আশা করি আমরা একত্রে খেলাটিকে এই মহামারী থেকে শক্তিশালী অবস্থানে নিয়ে যেতে পারব।

পূর্ববর্তী নিবন্ধসাড়ে চার মাসে ২২ বার করোনা টেস্ট করালেন সৌরভ
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম জেলা সেপাক টাকরো দল গঠিত