এপ্রিল মাসের সেরা পুরুষ ও নারী ক্রিকেটারের নাম ঘোষণা করে আইসিসি। গত মাসে ছেলেদের বিভাগে সেরা হয়েছেন দক্ষিণ আফ্রিকার কেশভ মহারাজ। আর কেবল একটি ম্যাচ খেলেই মেয়েদের সেরা নির্বাচিত হয়েছেন অস্ট্রেলিয়ার অ্যালিসা হিলি।
ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে দুই টেস্টের সিরিজে ১২.১২ গড়ে মহারাজ নেন সর্বোচ্চ ১৬ উইকেট। দুই টেস্টেই ম্যাচ সেরার পুরস্কার জেতেন মহারাজ।