পবিত্র রমজান উপলক্ষ্যে আইসিএমএবির (ইনস্টিটিউট অভ কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অভ বাংলাদেশে) চট্টগ্রাম ব্রাঞ্চে সদস্যদের ধর্মীয় মূল্যবোধ বৃদ্ধিতে “তাকওয়া অর্জনে রমজানের ভূমিকা” শীর্ষক সিপিডি ৩ এপ্রিল (বুধবার) সিএমএ ভবন চট্টগ্রামে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইসিএমএবির প্রেসিডেন্ট, বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইনান্স কর্পোরেশন ও ইউনিয়ন ব্যাংক পিএলসির চেয়ারম্যান প্রফেসর ড. মোঃ সেলিম উদ্দিন। অনুষ্ঠানে আইসিএমএবি চট্টগ্রাম শাখা পরিষদের চেয়ারম্যান প্রদীপ পাল সভাপতিত্ব করেন এবং স্বাগত বক্তব্য রাখেন। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের শরিয়া ও ইসলামী স্টাডিজের ডিন প্রফেসর ড.মুহম্মদ মোস্তফা কামিল। চট্টগ্রাম শাখা কাউন্সিলের সচিব মো: রাকিবুল হাসান মৈশানের সঞ্চালনায় এবং ফেলো সদস্য প্রফেসর ড. মো: মোস্তফা কামালের ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপনী ঘোষণা করেন।












