আইসিএমএবির বাজেট পরবর্তী বিষয়ক আলোচনা সভা

| রবিবার , ১৯ জুন, ২০২২ at ১২:১০ অপরাহ্ণ

আইসিএমএবির চট্টগ্রাম ব্রাঞ্চ কাউন্সিল (সিবিসি) কর্তৃক আয়োজিত জাতীয় বাজেট ২০২২-২০২৩ পরবর্তী আলোচনা বিষয়ক সিপিডি অনুষ্ঠান গত ১৭ জুন অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম ব্রাঞ্চ কাউন্সিলের চেয়ারম্যান আসাদুর রহমানের স্বাগত বক্তব্য প্রদানের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। মোহাম্মদ নুরুল হুদা সিদ্দিকি উপস্থিত সকল অতিথিবৃন্দকে পরিচয় করিয়ে দেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আইসিএমএবির ভাইস চেয়ারম্যান ইমতিয়াজ আলম। সেশন পরিচালনায় ছিলেন এম. সাইফুর রহমান মজুমদার। প্রস্তাবিত বাজেট এবং সংশোধিত আর্থিক বিল-২০২২ এর উপর নিবন্ধ উপস্থাপন করেন আইসিএমএবির সচিব একেএম কামরুজ্জামান এবং মোহাম্মদ আরিফ। আলোচক ছিলেন মো. আব্দুস সাত্তার।

আলোচনায় বাজেট ২০২২-২০২৩ এর কারিগরি, পরিসংখ্যানিক, সর্বশেষ হালনাগাদকৃত আইন, এসআরও, পরিবর্তিত নিয়ম-নীতিগুলোর উপর ভিত্তি বিস্তারিত বর্ণনা করা হয়। চট্টগ্রামের উল্লেখ্যযোগ্য সংখ্যক সিনিয়র ফেলো, অ্যাসোসিয়েট এবং সিএমএ সদস্যগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনায় ছিলেন সিবিসির সেক্রেটারী এরশাদুর রহমান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধখাগড়াছড়িতে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে মানবকল্যাণ ফোরামের সহায়তা
পরবর্তী নিবন্ধঅর্থনীতি বিভাগে সনাতনী ও বাংলা সংসদীয় বিতর্ক শীর্ষক কর্মশালা