আইসিএবি-চট্টগ্রাম আঞ্চলিক কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে মোহাম্মদ শাহিদ চেয়ারম্যান ও আবুল কাশেম অনারারি সেক্রেটারি নির্বাচিত হয়েছেন। সম্প্রতি আইসিএবি-চট্টগ্রাম আঞ্চলিক কমিটির চেয়ারম্যান কামরুল ইসলামের সভাপতিত্বে ভার্চুয়াল বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে ২০২১ সালের জন্য ৫ সদস্য বিশিষ্ট একটি কার্যকরী কমিটি গঠন করা হয়। এতে মোহাম্মদ শাহিদ চেয়ারম্যান, আবুল কাশেম অনারারি সেক্রেটারি, ইমরান আবু হাসান, কামরুল ইসলাম এবং সুভাষ চন্দ্র চৌধুরী সদস্য নির্বাচিত হয়েছেন।
ভার্চুয়াল সভায় আইসিএবির সাবেক প্রেসিডেট শওকত হোসেন, বর্তমান ভাইস প্রেসিডেন্ট সিদ্ধার্থ বড়ুয়া, কাউন্সিলর ডক্টর মো. সেলিম উদ্দীন এবং আইসিএবি-চট্টগ্রাম আঞ্চলের সদস্যরা অংশগ্রহণ করেন। নির্বাচিত কমিটি সকলের নিকট দোয়া কামনা করেছেন। প্রেস বিজ্ঞপ্তি।