আইসিইর গুলির প্রতিবাদ, যুক্তরাষ্ট্রে লাখো মানুষের বিক্ষোভ

| সোমবার , ১২ জানুয়ারি, ২০২৬ at ৬:০০ পূর্বাহ্ণ

যুক্তরাষ্ট্রের মিনেসোটা রাজ্যের মিনিয়াপোলিসে ইমিগ্রেশন এজেন্টের গুলিতে এক নারী নিহতের ঘটনার প্রতিবাদে লাখো মানুষ শহরজুড়ে বিক্ষোভ মিছিল করেছে। গত বুধবার মার্কিন ‘ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট’ (আইসিই) এর এক কর্মকর্তার গুলিতে রেনি নিকোল গুড (৩৭) নামে এক নারী নিহত হন। এ ঘটনার এক ভিডিওতে দেখা গেছে, গুড গাড়ি চালিয়ে আইসিই কর্মকর্তাদের কাছ থেকে চলে যাওয়ার চেষ্টা করার সময় তাকে লক্ষ্য করে গুলি চালানো হয়। এতে গুডের মৃত্যু হলে যুক্তরাষ্ট্রজুড়ে ব্যাপক প্রতিক্রিয়া হয়। খবর বিডিনিউজের।

রয়টার্স জানিয়েছে, ফেডারেল সরকারের অবৈধ অভিবাসীদের নিজ দেশে ফেরত পাঠানোর পদক্ষেপের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে সাপ্তাহিক ছুটির দিনগুলোতে যুক্তরাষ্ট্রজুড়ে হাজারেরও বেশি সমাবেশের পরিকল্পনা করা হয়েছে। মিনিয়াপোলিসে হওয়া গত শনিবারের বিক্ষোভ মিছিলটি ওই পরিকল্পনারই অংশ ছিল।

একদল মেঙিকান আদিবাসী নৃত্যশিল্পীদের নেতৃত্বে মিনিয়াপোলিসের বিক্ষোভকারীরা গুডকে যেখানে গুলি করা হয়েছে মিছিল নিয়ে সেদিকে যান। তারা গুডের নামে শ্লোগান দেন আর ‘আইসিইকে বিলুপ্ত করার’ দাবি তোলেন। তারা ‘বিচার নেই, শান্তি নেইআইসিইকে আমাদের পথ থেকে সরিয়ে নিন’ বলে শ্লোগান দেন। তীব্র শীতের মধ্যে প্রবল ঠাণ্ডা বাতাস উপেক্ষা করে মিনিয়াপোলিসের রাস্তায় প্রায় লাখো মানুষের নেমে আসা তুলে ধরেছে এ ঘটনার মানুষ কতোটা ক্ষুব্ধ হয়েছে। বুধবার গুলির ঘটনার পর শহরের বেশ কয়েকটি এলাকায় বিক্ষোভ ও সমাবেশ হয়েছে। ৩৮ লাখ বাসিন্দার মিনিয়াপোলিসের ক্ষুব্ধ অনেক বাসিন্দাই গুলির ঘটনার নিন্দা জানিয়ে আইসিইকে শহর ছাড়ার আহ্বান জানিয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধকৃষক, দিনমজুর, দর্জিকে ব্যবসায়ী দেখিয়ে ৪৭ কোটি টাকা আত্মসাৎ
পরবর্তী নিবন্ধডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের সাথে বন্দর কর্তৃপক্ষের চুক্তি