আইসিইউ থেকে কেবিনে সোহেল রানা

| শনিবার , ৮ জানুয়ারি, ২০২২ at ৮:২৪ পূর্বাহ্ণ

করোনায় আক্রান্ত বরেণ্য চলচ্চিত্র অভিনেতা মাসুদ পারভেজ সোহেল রানার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে।
হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) থেকে বৃহস্পতিবার (৬ জানুয়ারি) রাতে কেবিনে নেওয়া হয়েছে তাকে। খবর বাংলানিউজের।
বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেতার ছেলে মাশরুর পারভেজ। তিনি বলেন, আব্বুর শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো। তিনি চিকিৎসায় সাড়া দিচ্ছেন।
বৃহস্পতিবার রাতে আব্বুকে আইসিইউ থেকে কেবিনে নেওয়া হয়েছে। গত ২৫ ডিসেম্বর রাতে করোনার উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হন সোহেল রানা। পরে নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ শনাক্ত হয়। এরপর অবস্থার অবনতি হলে ২৯ ডিসেম্বর সকালে লাইফ সাপোর্টে নেওয়া হয় বরেণ্য এই অভিনেতাকে।

পূর্ববর্তী নিবন্ধওমিক্রনের হানায় ‘শান’ মুক্তি স্থগিত
পরবর্তী নিবন্ধএবার সপরিবারে করোনা আক্রান্ত সোহম