করোনাভাইরাসে আক্রান্ত সাবেক সংসদ সদস্য, চিত্রনায়িকা ও নির্মাতা সারাহ বেগম কবরীর শারীরিক অবস্থার অবনতি ঘটেছে। রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসাপাতালে সোমবার থেকে কেবিনে চিকিৎসাধীন ছিলেন এ অভিনেত্রী; বুধবার রাত থেকে তার শারীরিক অবস্থার অবনতি ঘটেছে বলে জানান হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জামিল আহমেদ।
জামিল আহমেদ জানান, কুর্মিটোলা জেনারেল হাসপাতালে কোনও আইসিইউ বেড খালি না থাকায় গতকাল বৃহস্পতিবার দুপুরে তাকে শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়েছে। দুপুর আড়াইটার দিকে কবরীকে আইসিইউতে নেওয়া হয়েছে বলে জানান তার ব্যক্তিগত সহকারী নূর উদ্দিন। খবর বিডিনিউজের।
নূর উদ্দিন বলেন, সোমবার কবরীর নমুনা পরীক্ষায় করোনাভাইরাস রিপোর্ট পজিটিভ আসে। রিপোর্ট হাতে পাওয়ার পরপরই তাকে ভর্তি করানো হয় কুর্মিটোলা হাসপাতালে। সেখানে তিনি কেবিনে থাকলেও অক্সিজেনের প্রয়োজন হয়েছিল। কবরীর কিডনির জটিলতার পাশাপাশি শারীরিক দুর্বলতা রয়েছে বলে জানান চিকিৎসকরা।
১৯৬৪ সালে সুভাষ দত্তের পরিচালনায় ‘সুতরাং’ সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে ক্যারিয়ার শুরুর ‘নীল আকাশের নিচে’, ‘ময়নামতি’, ‘ঢেউয়ের পর ঢেউ’, ‘পরিচয়’, ‘দেবদাস’, ‘অধিকার’, ‘বেঈমান’, ‘অবাক পৃথিবী’, ‘সোনালী আকাশ’, ‘দীপ নেভে নাই’-এর মতো দর্শকপ্রিয় চলচ্চিত্রে অভিনয় করেছেন কবরী। ২০০৬ সালে তার পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘আয়না’ মুক্তি পায়। ‘এই তুমি সেই তুমি’ নামে দ্বিতীয় চলচ্চিত্র নির্মাণ করছেন কবরী।