আইসক্রিম খাওয়ানোর লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণের চেষ্টা

আজাদী প্রতিবেদন | সোমবার , ২৫ জুলাই, ২০২২ at ৪:০৬ পূর্বাহ্ণ

আইসক্রিম খাওয়ানোর লোভ দেখিয়ে নগরীর বাদুরতলা এলাকায় ৫ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টা করেছে গনি মিয়া (৪৬) নামে এক মিস্ত্রি। গনি মিয়ার দোকান যে ভবনে শিশুটি সে ভবনটির মালিকের মেয়ে। গনি মিয়া চান্দগাঁও এলাকার বড়ই পাড়া হাজির পুল এলাকার আবুইল্লার বাপের বাড়ির মতিউর রহমানের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, ৭-৮ মাস আগে গনি মিয়া বাদুরতলা জঙ্গী শাহ মাজার লেনের ওই বাড়ির নিচতলায় দোকান ভাড়া নেন। সে ভবনের দুই তলাতেই ভবন মালিকের পরিবার থাকে। প্রায় সময়ই আইসক্রিম খাওয়ানোর লোভ দেখিয়ে ভবন মালিকের মেয়েকে নিজের দোকানে ডেকে গনি মিয়া শরীরের স্পর্শকাতর স্থানে স্পর্শ করে বিকৃত যৌনাচার করে আসছিল- এমন অভিযোগে তার বিরুদ্ধে পাঁচলাইশ থানায় একটি মামলা দায়ের করে ভিকটিম শিশুটির মা।
পুলিশ জানিয়েছে, গনি মিয়ার বিরুদ্ধে আগেও ভিন্ন থানায় এমন অভিযোগে মামলা দায়ের হয়েছিল।

পূর্ববর্তী নিবন্ধ৪ দাবি আদায়ে সরব শিক্ষার্থীরা
পরবর্তী নিবন্ধশাটল ট্রেনে বাড়ছে বগি ও ট্রিপ