আইয়ুব বাচ্চুর সুরে সুমনের গান

| বৃহস্পতিবার , ২৬ ডিসেম্বর, ২০২৪ at ৮:২৭ পূর্বাহ্ণ

প্রকাশ পেল গিটার জাদুকর আইয়ুব বাচ্চুর সুর করা ২১ বছর আগের গান। এর শিরোনাম ‘স্বপ্নে দেখা অচিনপুরে’। এতে কণ্ঠ দিয়েছেন কণ্ঠশিল্পী এস আই সুমন। খবর বাংলানিউজের।

গত মঙ্গলবার রাতে রাজধানীর কাওরান বাজারের একটি রেস্তোরাঁয় আনুষ্ঠানিকভাবে গানটি শিল্পীর নিজস্ব ইউটিউব চ্যানেলে উন্মুক্ত করা হয়েছে। এ সময় তাকে শুভ কামনা জানাতে উপস্থিত ছিলেন মাইলস ব্যান্ডের অন্যতম সদস্য মানাম আহমেদ, ফিডব্যাকের গিটারিস্ট লাবু রহমান, ডিফ্‌ রেন্ট টাচের ভোকালিস্ট মেজবাহ রহমানসহ অনেকে।

গানটির সংগীতায়োজন করেছেন ওপার বাংলার রাজর্ষি মিত্তা। এটি এবি ভক্তদের জন্য অন্য রকম একটি চমক বলেও জানান সুমন। তিনি বলেন, এই গানটি ২০০৩ সালে বাচ্চু ভাই সুর করেন। সে সময় এটির সংগীত পরিচালনা করেন বাপ্পা মজুমদার ভাই। তখন আমি পুরো একটি অ্যালবাম করার পরিকল্পনা করি। পরে অফিসিয়াল ব্যস্ততার কারণে আর গানগুলো প্রকাশ করা সম্ভব হয়নি। তবে ২০০৪ এনটিভিতে প্রচার হয়েছিল গানটি। এখন আবার নতুন সংগীতায়োজনে গানটি প্রকাশ করলাম।

এস আই সুমন একাধারে একজন গীটারিস্ট, গায়ক, সুরকার ও সংগীতপরিচালক ও ব্রডকাস্ট অডিও ইঞ্জিনিয়ার।

১৭ বছর ধরে এনটিভিতে প্রধান অডিও ইঞ্জিনিয়ার হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে এটিএন হেড অব ইভেন্টের দায়িত্বে আছেন।

উত্তরাধিকারী সুত্রেই সুমনের সংগীতের সঙ্গে বাস। তিনি সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দীন খাঁ’র নাতি। তার দাদির আপন চাচাতো বোন ওস্তাদ রবিশঙ্করের স্ত্রী আন্না পূর্না। এস আই সুমনের ৪টি অ্যালবাম রয়েছে এবং ৫টি সিঙ্গেল রয়েছে। এখন থেকে সুমন ক্লাব শোগুলোর পাশাপাশি নিয়মিত মঞ্চে পারফর্ম করবেন বলে জানান।

পূর্ববর্তী নিবন্ধবাইকার-সংগীতপ্রেমীদের জন্য আর্টসেলের নতুন মিউজিক ভিডিও
পরবর্তী নিবন্ধবড়দিনে ইউক্রেনজুড়ে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা অমানবিক