‘সেই তুমি কেন এত অচেনা হলে’, ‘এই রূপালি গিটার’, ‘ফেরারি মন’সহ আরও যেসব গানে মৃত্যুর আগে ও পরে অনুরাগীদের মাতিয়ে রেখেছেন সংগীত শিল্পী আইয়ুব বাচ্চু, সেই গানগুলোর প্রসার ও সংরক্ষণে উদ্যোগ নেওয়া হয়েছে। গানের সঙ্গে সংরক্ষণ করা হবে বাচ্চুর ব্যবহৃত গিটার এবং বাদ্যযন্ত্রসহ অনান্য সামগ্রীও। খবর বিডিনিউজের।
একটি স্মৃতি জাদুঘর তৈরির পরিকল্পনা করা হয়েছে। কর্মযজ্ঞ বাস্তবায়নের লক্ষে একটি সমঝোতা চুক্তি সই করেছে আইয়ুব বাচ্চুর স্টুডিও এবি কিচেন এবং এশিয়াটক থ্রি সিক্সটি গ্রুপ। মঙ্গলবার এশিয়াটিক কার্যালয়ে চুক্তি সই করেন এশিয়াটিক থ্রি সিক্সটির গ্রুপ ব্যবস্থাপনা পরিচালক ইরেশ যাকের এবং এবি কিচেনের প্রধান নির্বাহী ফেরদৌস আইয়ুব চন্দনা, এশিয়াটিক থ্রি সিক্সটি গ্রুপের কো–চেয়ারপারসন সারা যাকের।
চুক্তির মাধ্যমে প্রয়াত শিল্পী ও সংগীত পরিচালক আইয়ুব বাচ্চুর গানগুলোর প্রচার এবং প্রসারের জন্য অনুমোদন পেয়েছে এশিয়াটিক। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এশিয়াটিক জানায়, নতুন শিল্পী দিয়ে নতুনভাবে গানগুলো তৈরি করা, আইয়ুব বাচ্চুর সৃষ্টি করা গানগুলোর মাধ্যমে নতুন নতুন যন্ত্রশিল্পী খুঁজে বের করা, আইয়ুব বাচ্চুর স্মরণে কনসার্ট আয়োজন করা, এবি ফাউন্ডেশনের জন্য আর্থিক সুযোগ সৃষ্টি করা এবং অইয়ুব বাচ্চুর ব্যবহৃত গিটার এবং অন্যান্য সামগ্রী নিয়ে জাদুঘর তৈরি সমঝোতা চুক্তির অন্তর্ভুক্ত।
আইয়ুব বাচ্চুর গান অথবা এলআরবির কোনো গান প্রচার অথবা বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহার করতে হলে এশিয়াটিক এবং এবি কিচেনের অনুমোদন নিতে হবে বলেও জানায় এশিয়াটিক। ২০১৮ সালের ১৮ অক্টোবর মারা যান আইয়ুব বাচ্চু। মারা যাওয়ার পর থেকে তার গান নিয়ে কাজ করছে আইয়ুব বাচ্চু ফাউন্ডশন। তবে সংগঠনটি আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে গত বছর আইয়ুব বাচ্চুর মৃত্যুবার্ষিকীতে। ফাউন্ডেশনের উদ্যোগে আইয়ুব বাচ্চুর গানের কপিরাইট করা হয়েছে। বাচ্চুর স্ত্রী ফেরদৌস আইয়ুব চন্দনা বলেন, আইয়ুব বাচ্চুর মৃত্যুর ৫ বছরে এসে আমরা একটা প্ল্যাটফর্মে দাঁড়িয়েছি এবং আমরা এশিয়াটিকের সাথে একটি সমঝোতা চুক্তি সাক্ষর করলাম। বাচ্চুর কাজগুলাকে নিয়ে সামনে হয়ত আরো সুন্দর সুন্দর কিছু কাজ আসবে। আপনারা জানতে পারবেন, দেখতে পারবেন দেশবাসী সেটার প্রতীক্ষায় থাকেন।