আইভীকে আরো ২ মামলায় গ্রেপ্তার দেখানো হলো

| রবিবার , ১৮ মে, ২০২৫ at ৫:০৫ পূর্বাহ্ণ

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে জুলাইয়ে ছাত্রজনতার আন্দোলনে হত্যাসহ আরও দুটি মামলায় গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছে আদালত।

নারায়ণগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শহীদুল ইসলাম চৌধুরীর আদালতে শুনানি শেষে তাকে গতকাল শনিবার এসব মামলায় গ্রেপ্তার দেখানো হয়। এসময় গাজীপুর কাশিমপুর কারাগার থেকে ভার্চ্যুয়ালি যুক্ত ছিলেন আইভী। তার বিরুদ্ধে করা মোট পাঁচটি মামলার মধ্যে তিনটিতে গ্রেপ্তার দেখানো হলো। খবর বাসসের। বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক মো. কাইয়ুম খান বলেন, সাবেক মেয়র আইভীকে কোর্টে আনা হয়নি। শুনানি শেষে সিদ্ধিরগঞ্জের দুটি মামলায় সাবেক মেয়র আইভীকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন আদালত।

পূর্ববর্তী নিবন্ধলোহাগাড়ায় ইয়াবা বিক্রির সময় কারবারি গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধযুবলীগ নেতাকে জুতার মালা পরিয়ে রাস্তাঘাটে ঘুরিয়ে পুলিশে সোপর্দ