ইন্ডাস্ট্রিয়ালিস্ট অ্যান্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন (আইবিডব্লিউএফ) চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি ও সাতকানিয়া উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মুহাম্মদ ইব্রাহিম চৌধুরী বলেছেন, শিল্পপতি ও ব্যবসায়ীদের কল্যাণ নিশ্চিত করা গেলে দেশের অর্থনীতি আরও গতিশীল হবে। এজন্য দেশের শিল্প ও ব্যবসা খাতকে শক্তিশালী করতে আইবিডব্লিউএফ নানা উদ্যোগ গ্রহণ করছেন। তিনি ১৬ ডিসেম্বর আনোয়ারা উপজেলা আইবিডব্লিউএফ’র উদ্যোগে আয়োজিত প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
আইবিডব্লিউএফ আনোয়ারা উপজেলা সভাপতি মোহাম্মদ ফরিদ উদ্দীনের সভাপতিত্বে সভায় প্রধান বক্তা ছিলেন, সংগঠনের আনোয়ারা উপজেলার প্রধান উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মাস্টার আব্দুল গনি। সংগঠনের আনোয়ারা উপজেলার এসিস্ট্যান্ট সেক্রেটারি ইঞ্জিনিয়ার মো. ইমতিয়াজ উদ্দিনের সঞ্চালনায় সংগঠনের জেলা ও উপজেলা নেতৃবৃন্দের অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, শিল্পপতির সৈয়দ মোহাম্মদ জাহাঙ্গীর, মোহাম্মদ জসিম উদ্দিন, আলী নেওয়াজ, আরমান আলভী, কাজী মোহাম্মদ ইসমাইল, মো.আফসার উদ্দিন, মাওলানা মো. ইব্রাহিম খলিল, জয়নাল আবেদীন, এস.এম ইদ্রিস, মনির হোসেন, হাজী নুর সুলতান, মোক্তার হোসেন, সেলিম উদ্দিন, মোহাম্মদ নাজিম উদ্দিন, আব্দুর রহিম, সাইদুর রশিদ, নুর আলম, রেজাউল করিম কায়সার, সুমন উদ্দিন, সাদ্দাম হোসেন, আব্দুল গনি ও আব্দুল হামিদ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।












