ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশের (আইবিএফবি) পরিচালক হিসেবে নির্বাচিত হয়েছেন এলবিয়ন গ্রুপের চেয়ারম্যান রাইসুল উদ্দিন সৈকত। গত মঙ্গলবার আইবিএফবি’র বার্ষিক সাধারণ সভায় তিনি সংগঠনটির পরিচালক হিসেবে নির্বাচিত হন। এছাড়া বার্ষিক সাধারণ সভায় দ্বিতীয় মেয়াদে সভাপতি নির্বাচিত হন হুমায়ুুন রশিদ। আইবিএফবি’র উক্ত বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশে অবস্থিত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত এইচ ই পিটার হ্যাস। বিশেষ অতিথি ছিলেন ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের রাষ্ট্রদূত ও ডেলিগেশন প্রধান এইচ ই চার্লেস হোয়াইটলে।
চট্টগ্রামের প্রতিষ্ঠিত ব্যবসায়ী রাইসুল উদ্দিন সৈকত বর্তমানে এলবিয়ন গ্রুপের চেয়ারম্যান হিসেবে ব্যবসায়ীক কার্যক্রম পরিচালনা করছেন। তার নেতৃত্বে খাদ্যসামগ্রী উৎপাদনে এসেছে বৈচিত্র্য। পাশাপাশি চট্টগ্রামভিত্তিক প্রথম ওষুধ রফতানিকারক ও একই সাথে দেশে ওষুধ খাতের সর্বশেষ নতুন রফতানিকারক হিসেবে হিসেবে প্রতিষ্ঠা পেয়েছে এলবিয়ন ল্যাবরেটরিজ লিমিটেড। চট্টগ্রামভিত্তিক এলবিয়ন গ্রুপের সহযোগী এ প্রতিষ্ঠানের রফতানি আফগানিস্তান দিয়ে শুরু হলেও বর্তমানে একের পর এক যুক্ত হচ্ছে এ তালিকায়। ওষুধের বাজার সমপ্রসারণের পরিকল্পনা নেয়া হয়েছে আফ্রিকার দেশ ও পশ্চিমা দেশগুলোয়ও ।
সামাজিক কার্যক্রমে যুক্ত রাইসুল উদ্দিন ২০১৫ সালে তরুণ উদ্যোক্তাদের সংগঠন জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল চিটাগাং কসমোপলিটনের সভাপতি হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন। এছাড়া চিকিৎসা সেবায় নিজেকে যুক্ত রেখেছেন চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল, চট্টগ্রাম কিডনি ফাউন্ডেশন ও চট্টগ্রাম ডায়াবেটিক হসপিটালের আজীবন সদস্য হিসেবে। তিনি বেসরকারি হাসপাতাল ডেলটা হেলথ কেয়ার চিটাগাং লিমিটেডের ব্যবস্থাপনা কমিটির সদস্যসহ বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে যুক্ত আছেন ।
রাইসুল উদ্দিন সৈকত বলেন, আইবিএফবি’র পরিচালক হওয়ার সুযোগটি পেয়ে আমি আনন্দিত। এখন ফোরামকে ঘিরে আমার লক্ষ্যকে আরও বিস্তৃত ও কার্যকর করতে সহায়তা করবে। প্রেস বিজ্ঞপ্তি।