মায়াঙ্ক আগারওয়ালের অনবদ্য ৮৯ রানের ইনিংসের উপর ভরকে পাঞ্জাব জয়ের খুব কাছে পৌঁছালেও ইনিংসের শেষ দুই বলে দুই উইকেট নিয়ে ম্যাচ টাই করেন স্টয়নিস। দুই দলের রান সমান হওয়ায় ম্যাচ গড়ায় সুপার ওভারে। যেখানে সুপার ওভারে কিংস ইলেভেন পাঞ্জাবকে হারিয়েছে দিল্লি ক্যাপিটালস। আইপিএলের দ্বিতীয় ম্যাচে গতকাল রোববার রাতে টসে হেরে ব্যাট করতে নেমে স্টয়নিসের ৫৩, শ্রেয়াস আইয়্যারের ৩৯ ও রিশাব পান্টের ৩১ রানের সুবাদে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৫৭ রান তোলে দিল্লি ক্যাপিটালস। জয়ের জন্য ১৫৮ রানের লক্ষ্যে খেলতে নেমে মায়াঙ্ক আগারওয়ালের ৮৯, লোকেশ রাহুলের ২১ ও গৌতমের ২০ রানের সুবাদে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৫৭ রান তোলে পাঞ্জাব।












