আইপিএল দলগুলির আগ্রহের তালিকায় মোস্তাফিজ মাহমুদউল্লাহ-সাইফউদ্দিন

স্পোর্টস ডেস্ক | শনিবার , ১৩ ফেব্রুয়ারি, ২০২১ at ৭:২৯ পূর্বাহ্ণ

সাকিব আল হাসানের পাশাপাশি এবারের আইপিএলের নিলামে নাম উঠতে পারে বাংলাদেশের মোস্তাফিজুর রহমান, মাহমুদউল্লাহ ও মোহাম্মদ সাইফ উদ্দিনের। নিলামের চূড়ান্ত তালিকায় আছেন এই চার জন। আগেই জানা গিয়েছিল সর্বোচ্চ ভিত্তি মূল্য ২ কোটি রুপির ক্যাটেগরিতে আছে সাকিবের নাম। বাঁহাতি পেসার মোস্তাফিজের ভিত্তি মূল্য ১ কোটি রুপি। স্পিনিং অলরাউন্ডার মাহমুদউল্লাহ আছেন ৭৫ লাখ রুপি ভিত্তি মূল্যের ক্যাটেগরিতে। আর ৫০ লাখের ক্যাটেগরিতে পেস বোলিং অলরাউন্ডার সাইফউদ্দিন। আইপিএলের এবারের নিলামের জন্য প্রাথমিকভাবে নিবন্ধন করেছিলেন মোট ১ হাজার ১১৪ ক্রিকেটার। সেখান থেকে ৮ ফ্র্যাঞ্চাইজির আগ্রহ আছে যে ক্রিকেটারদের নিয়ে, তাদের নিয়ে নিলামের চূড়ান্ত তালিকায় জায়গা পেয়েছেন ২৯২ জন ক্রিকেটার। এদের মধ্যে ভারতের ক্রিকেটার ১৬৪ জন। বিদেশি ক্রিকেটার ১২৮ জন। যেখানে আইসিসির সহযোগী দেশগুলোর তিন ক্রিকেটারও আছেন। তারা হলেন নেপালের লেগ স্পিনার সন্দিপ লামিছানে, যুক্তরাষ্ট্রের পেসার আলি খান ও সংযুক্ত আরব আমিরাতের ভারতীয় বংশোদ্ভূত লেগ স্পিনার পালানিয়াপান কার্তিক মাইয়াপান। বাংলাদেশের সৌম্য সরকারও নিবন্ধন করেছিলেন। তবে চূড়ান্ত তালিকায় তার জায়গা হয়নি। চূড়ান্ত তালিকায় থাকা মানেই অবশ্য নিলামে নাম ওঠার নিশ্চয়তা নয়।

পূর্ববর্তী নিবন্ধভালবাসি ক্রিকেট টুর্নামেন্টে টীম বার্নাস চ্যাম্পিয়ন
পরবর্তী নিবন্ধআজই ক্রিকেটকে বিদায় জানাচ্ছেন রাজ্জাক ও শাহরিয়ার নাফীস