আইপিএল অভিজ্ঞতা বিশ্বকাপে কাজে লাগবে লিটনের

স্পোর্টস ডেস্ক | বুধবার , ১২ এপ্রিল, ২০২৩ at ৬:১২ পূর্বাহ্ণ

এবারের আইপিএলে সাকিব আল হাসানেরও খেলার কথা ছিল। কিন্তু কলকাতা নাইট রাইডার্স থেকে শেষদিকে নিজের নাম সরিয়ে নেন তিনি। তার বদলে দলটি নিয়েছে জেসন রয়কে। সাকিবের ব্যস্ততা এখন মোহামেডানের হয়ে ঢাকা প্রিমিয়ার লিগে। গতকাল মঙ্গলবার ফতুল্লায় ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে সাকিব মাঠে নামেন। ম্যাচটিতে ১০ রানে জয় পায় মোহামেডান। এরপর সন্ধ্যায় একটি কফি শপের উদ্বোধন অনুষ্ঠানে যান। এ সময় আইপিএল দেখছেন কি না এমন প্রশ্নের জবাবে সাকিব বলেন, খুব বেশি আইপিএল দেখা হচ্ছে না। এখন প্রিমিয়ার লিগ নিয়ে ব্যস্ত।

সাকিব না গেলেও কলকাতার হয়ে আইপিএল খেলতে গেছেন তার জাতীয় দলের সতীর্থ লিটন কুমার দাস। ইতোমধ্যে দলের হয়ে অনুশীলনও শুরু করেছেন তিনি। তার জন্য কি সাকিবের কোনো বার্তা আছে? সাকিব জানান লিটনের যথেষ্ট অভিজ্ঞতা আছে। তার এই আইপিএল খেলা বিশ্বকাপেও কাজে লাগবে বলে বিশ্বাস সাকিবের।

তিনি বলেন কোনো পরামর্শ দেইনি। এ বিষয়ে কোনো কথাও হয়নি। তবে আমি নিশ্চিত লিটন এখন অনেক অভিজ্ঞ। সেখানে গিয়ে তার যে অভিজ্ঞতা হবে, সেটি বিশ্বকাপে কাজে লাগবে। একইসঙ্গে সে যদি সুযোগ পায়, আমি চাইবো সেটা যেন উপভোগ করে। এটা চাপ হিসেবে না নিয়ে যদি উপভোগ করতে পারে আর নিজের মতো খেলতে পারে তাহলে সফল হবে। জাতীয় দলের পরবর্তী মিশন আয়ারল্যান্ডের বিপক্ষে। ইংল্যান্ডের চেমসফোর্ডে তাদের বিপক্ষে ওয়ানডে সুপার লিগের তিনটি ম্যাচ খেলবে বাংলাদেশ। সাকিব জানিয়েছেন এ সিরিজের প্রত্যাশার কথাও।

তিনি বলেন, আগে তো ওদের সঙ্গে খেলেছি ওখানে। সে সিরিজে ৩০ তে জিতেছি আমরা। এবারেও চেষ্টা থাকবে একই ফল করার জন্য। যদিও ভিন্ন কন্ডিশন। ইংল্যান্ডে খেলা হবে। তবে যেভাবে আমরা ওয়ানডে খেলছি ঠিক সেভাবেই খেলতে চেষ্টা করবো।

পূর্ববর্তী নিবন্ধসাউদার্ন ইউনিভার্সিটির ইনডোর গেমস শুরু
পরবর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ৬.০৮ কোটি টাকা