আইপিএলে ৬ হাজার রানের চূড়ায় কোহলি

স্পোর্টস ডেস্ক | শনিবার , ২৪ এপ্রিল, ২০২১ at ১১:৪৫ পূর্বাহ্ণ

বৃহস্পতিবার রাতে আইপিএলের সকল আলো কেড়ে নিয়েছেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর তরুণ বাঁহাতি ওপেনার দেবদূত পাড্ডিকাল। আইপিএল ক্যারিয়ারে প্রথম সেঞ্চুরি হাঁকিয়ে ম্যাচসেরার পুরস্কার জিতেছেন এ ২০ বছর বয়সী ওপেনার। খেলেছেন ১১ চার ও ৬ ছয়ের মারে ১০১ রানে ইনিংস। রাজস্থান রয়্যালসের বিপক্ষে একই ম্যাচে দুর্দান্ত ব্যাটিং করেছেন ব্যাঙ্গালুরু অধিনায়ক বিরাট কোহলিও। দেবদূতের ছায়ায় পড়ে গেলেও দলকে ১০ উইকেটের জয় এনে দেয়ার পথে কোহলির ব্যাট থেকে আসে ৪৭ বলে ৭২ রানের ঝকঝকে ইনিংস। চলতি আইপিএলে এটিই কোহলির প্রথম ফিফটি। আর এর সুবাদে ইতিহাসের প্রথম ব্যাটসম্যান হিসেবে আইপিএলে ৬ হাজার রানের মাইলফলকে প্রবেশ করেছেন কোহলি। ইনিংসের ১৩তম ওভারের দ্বিতীয় বলে ফিফটি পূরণ করেন তিনি। একই ওভারের চতুর্থ বলে বাউন্ডারি হাঁকিয়ে খুলেন ৬ হাজার রানের দরজা। যেখানে একমাত্র বাসিন্দা কোহলি নিজেই।
চলতি আসর শুরুর আগে আইপিএলে কোহলির সংগ্রহ ছিল ৫৮৭৮ রান। প্রথম তিন ম্যাচে তিনি খেলেন যথাক্রমে ৩৩, ৩৩ ও ৫ রানের ইনিংস। ফলে শেষই হচ্ছিল না ৬ হাজার রানের অপেক্ষা। অবশেষে বৃহস্পতিবার রাজস্থানের বোলারদের বিপক্ষেই পেলেন প্রথম ফিফটির দেখা এবং হয়ে গেল ৬ হাজার রান। এ টুর্নামেন্টের শুরুর আসর থেকেই রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর হয়ে খেলছেন কোহলি। ফলে এ ৬ হাজার রানের পুরোটাই ব্যাঙ্গালুরুর জার্সিতে করেছেন তিনি। প্রায় ১৪ বছরের আইপিএল ক্যারিয়ারে ১৯৬ ম্যাচের ১৮৮ ইনিংস খেলে এ মাইলফলকে পৌঁছালেন তিনি। আইপিএলে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় কোহলি যোজন দূরত্বে এগিয়ে। দুই নম্বরে থাকা সুরেশ রায়নার সঙ্গে তার রানের ব্যবধান প্রায় ছয়শ। অর্থাৎ লম্বা একটা সময় ছয় হাজারের ঘরে একাই থাকতে হবে ব্যাঙ্গালুরু অধিনায়ককে।

পূর্ববর্তী নিবন্ধসিরিজে সমতা ফেরালো জিম্বাবুয়ে
পরবর্তী নিবন্ধনতুন সিস্টেম দাঁড় করানোর তাগিদ ডমিঙ্গোর