আইপিএলে ভাল কিছু করতে চান মোস্তাফিজ

ক্রীড়া প্রতিবেদক | মঙ্গলবার , ৬ এপ্রিল, ২০২১ at ১১:৫০ পূর্বাহ্ণ

এবারের আইপিএলে তার খেলা নিয়ে সংশয় ছিল। কারন আইপিএল যখন চলবে তখন বাংলাদেশ দলের শ্রীলংকা সফর করার কথা রয়েছে। তাই যদি টেস্ট দলে থাকে তাহলে মোস্তাফিজের আইপিএল খেলার তেমন সুযোগ ছিলনা। তবে শেষ পর্যন্ত শ্রীলংকার বিপক্ষে টেস্ট সিরিজে মোস্তাফিজকে বিবেচনায় রাখেনি নির্বাচকরা। আর তাতেই আইপিএল খেলার পথ পরিষ্কার হয়ে যায় মোস্তাফিজের। গত রোববার নিউজিল্যান্ড সফর শেষে দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। তবে দেশে ফিরে বিমানবন্দর থেকে বাকি ক্রিকেটাররা বাড়ির পথ ধরলেও বিমানবন্দরেই থেকে যান মোস্তাফিজুর রহমান। আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে অংশ নিতে সেখান থেকে ভারতে চলে যান তিনি। ভারতে পৌঁছেই দোয়া চাইলেন মোস্তাফিজ। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করে ক্যাপশনে কাটার মাস্টার লিখেছেন, নিরাপদে ভারতে পৌঁছালাম। রাজস্থান রয়্যালসের হয়ে আইপিএল মিশন শুরু করতে যাচ্ছি। সবার কাছে দোয়া চাই। আইপিএলের চতুর্দশ আসর শুরু হচ্ছে আগামী ৯ এপ্রিল। এবারের আসরে বাংলাদেশিদের মধ্যে রয়েছেন তারকা সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান। সাকিব খেলবেন কলকাতা নাইট রাইডার্সের হয়ে ।
রাজস্থান রয়্যালস নিজেদের প্রথম ম্যাচ খেলবে ১২ এপ্রিল। মূলত কোভিড-১৯ প্রটোকলের কারণেই দেশে ফিরলেও বিমানবন্দরের বাইরে বের হননি মোস্তাফিজ। সরাসরি ভারতের বিমানে ওঠার সিদ্ধান্ত নেন। ভারতে ছয়দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে তাকে। এরপর ম্যাচ খেলতে নামবেন । এবারের আইপিএলে ভাল কিছুৃ করার প্রত্যয় এই কাটার মাস্টারের। আইপিএল ২০১৬ নিলামে মোস্তাফিজকে কিনেছিল সানরাইজার্স হায়দ্রাবাদ। সেবার নিজের প্রথম মৌসুমেই ১৬ ম্যাচে ১৭ উইকেট নিয়ে নিজের আগমনী বার্তা ঘোষণা করেছিলেন মোস্তাফিজ। হয়েছিলেন আইপিএলের সেরা উদীয়মান তারকা।

পূর্ববর্তী নিবন্ধডলফিন ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন
পরবর্তী নিবন্ধফখরকে ধোঁকা দেওয়ায় ডি কক-বাভুমার শাস্তি